দুর্ঘটনায় বাইকারদের আহত হওয়ার ঝুঁকি কমাতে অত্যাধুনিক সামার জ্যাকেট আনল Royal Enfield

দু-চাকা হোক কিংবা চার চাকা কেনার ক্ষেত্রে আজকালকার দিনে ক্রেতারা সুরক্ষা ব্যবস্থাকে বেশি মান্যতা দিয়ে থাকেন। গাড়ির ক্ষেত্রে চারপাশ আবদ্ধ থাকে বলে এটি দু’চাকা গাড়ির তুলনায় বেশি নিরাপদ। বাইকের ক্ষেত্রে সেই কারণেই আরোহী বা চালককে সুরক্ষিত রাখতে প্রয়োজন হয় বিভিন্ন রাইডিং গিয়ারের। যার মধ্যে রয়েছে হেলমেট, রাইডিং গ্লাভস, রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট এবং রাইডিং বুট। মূলত মোটরসাইকেল নির্মাতা হিসেবে বিখ্যাত হলেও, অ্যাক্সেসরিজের জন্যও সমান জনপ্রিয় রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। সংস্থাটি এবার নতুন সামার রাইডিং জ্যাকেট নিয়ে এসেছে মার্কেটে। যা তাদের Streetwind সিরিজের তৃতীয় এডিশন। Streetwind V3 নামের ওই রাইডিং জ্যাকেটে মেশ ডিজাইন থাকার পাশাপাশি বেশ হালকা।

Royal Enfield আনল Streetwind V3 জ্যাকেট

মোটরসাইকেল চালানোর উপযুক্ত রাইডিং জ্যাকেটের বিভিন্ন জায়গায় লাগানো থাকে সুরক্ষা কবচ। রয়্যাল এনফিল্ডের নতুন জ্যাকেটে Ergo Pro Tech আর্মর সেফটি রয়েছে। এটি আদতে লেভেল-টু আর্মার অর্থাৎ দ্বিতীয় ধাপের সুরক্ষা ব্যবস্থা যুক্ত। কাঁধ এবং কনুইয়ের দুই জায়গায় লাগানো রয়েছে এগুলি। চালকের পিঠের দিকেও রয়েছে সুরক্ষা কবজ এবং রিফ্লেক্টর, যা রাতের বেলায় দূর থেকে দেখতে সাহায্য করবে।

জ্যাকেটটির পিছনের দিকেও লাগানো রয়েছে Ergo Pro Tech এর লেভেল টু এর আর্মার। এই রাইডিং জ্যাকেটটি কর্ডুরা ফেব্রিক সহযোগে তৈরি এবং বেশিরভাগ জায়গাতেই জালিকার মত ডিজাইন নজরে আসে। Streetwind V3 এর ওজন মাত্র ১.১৭ কেজি এবং এটি ল্যাপটপের ব্যাগের মধ্যেই ভাঁজ করে রাখা যাবে।

জ্যাকেটটি ঘর্ষণের ফলে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য ৯০% ঘর্ষণরোধী উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। বাকি ১০% রয়েছে 600D পলিস্টার। নিজের শরীরের সঙ্গে সঠিকভাবে আটকানোর জন্য হাতের বিভিন্ন জায়গায় এবং কোমরের কাছে টাইট করে লাগানোর ফিতে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ব্যবহারিক সুবিধা বাড়াতে চেনযুক্ত দুটি পকেট আছে। এই কাজে রয়্যাল এনফিল্ড ব্যবহার করেছে YKK জিপার, যা এই সেগমেন্টের অন্যতম সেরা।

আবার জ্যাকেটের নানা জায়গায় সানগ্লাস লুপ, ভেলক্র-প্যাচ, প্রি কার্ভড আর্মস ও গলাতে লাগানো স্ন্যাপ ফাস্টেনার বর্তমান। Royal Enfield Streetwind V3 রাইডিং জ্যাকেটের দাম রাখা হয়েছে ৫৯৫০ টাকা। এটি সংস্থার শোরুম ছাড়াও অনলাইনেও কিনতে পারবেন।