Windows 10 এর সাপোর্ট বন্ধ করতে চলেছে Microsoft, আসছে নতুন OS

খুব তাড়াতাড়ি সামনে আসতে চলেছে Windows (উইন্ডোজ) -এর নতুন সংস্করণ, হয়তো সে কারণেই আজ পুরোনো সংস্করণের প্রয়োজন ফুরোলো! Microsoft (মাইক্রোসফট)-এর সাম্প্রতিক ঘোষণায় অন্তত এই ইঙ্গিত স্পষ্ট। সংস্থার পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ২০২৫ সালের ১৪ই অক্টোবরের পর থেকে তারা Windows 10 (উইন্ডোজ ১১) অপারেটিং সিস্টেমের জন্য যাবতীয় আপডেট বন্ধ করতে চলেছে। Windows 10 -এর হোম, প্রো, প্রো এডুকেশন এবং প্রো ফর ওয়ার্কস্টেশনস – সবকটি সংস্করণের ক্ষেত্রেই এই ঘোষণা প্রযোজ্য। সুতরাং এই মুহূর্তে উইন্ডোজের দশম প্রজন্ম ব্যবহারকারীরা তাদের অপারেটিং সিস্টেম বদলে নেওয়ার জন্য চার বছরের সময়সীমা পেয়ে যাচ্ছেন।

একটি সংস্থা যখন কোনো অপারেটিং সিস্টেমের আপডেট দেওয়া বন্ধ করে দেয়, তখন আপাতভাবে সেই ওএস(OS) -টিকে মৃত বলে ধরে নেওয়া হয়। সংক্ষেপে একে সিস্টেমের EOL(End of Life) বলে নির্দেশিত করা হয়ে থাকে। উইন্ডোজের নতুন অবতার হিসেবে এখন Windows 11 -এর আবির্ভাব যখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, তখন মাইক্রোসফ্টের ওয়েবসাইটে Windows 10 সংস্করণের End of Life সূচিত করা হলো। এর ফলে অন্যান্য সব আপডেটের মতোই আগামীদিনে Windows 10 ব্যবহারকারীদের কোনরকম সিকিউরিটি আপডেটও প্রদান করা হবেনা।

প্রতিবেদনে উইন্ডোজের পরবর্তী অবতারকে Windows 11 নামে অভিহিত করলেও, আদতে সংস্করণটির কি নাম হবে সেটা অবশ্য মাইক্রোসফ্টের (Microsoft) পক্ষ থেকে এখনও জানানো হয়নি। তবে মাইক্রোসফ্ট আয়োজিত আসন্ন ইভেন্টে এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা শোনা যেতে পারে। উক্ত ইভেন্টটি আগামী ২৪শে জুন, ২০২১ ভারতীয় সময় সন্ধ্যে ৮টা ৩০মিনিটে শুরু হবে বলে জানা গিয়েছে।

মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেল্লার দাবী ব্যবহারিক উপযোগিতার দিক থেকে উইন্ডোজের পরবর্তী সংস্করণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। গতমাসেই মাইক্রোসফ্টের Build 2021 কনফারেন্সেই নাদেল্লা জানিয়েছিলেন যে অচিরেই তারা উইন্ডোজের নতুন আপডেট লঞ্চ করতে চলেছেন যা ডেভেলপার ও ক্রিয়েটরদের জন্য আরো বেশি অর্থনৈতিক সুযোগসুবিধার ক্ষেত্র তৈরী করবে।

এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী Windows 11 সংস্করণের ইউজার ইন্টারফেসে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। এছাড়া বর্তমানে মাইক্রোসফ্ট তাদের সম্পূর্ণ নতুন অ্যাপ স্টোর নির্মাণের ব্যাপারেও বিশেষ মনোযোগী এবং এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে যে সব ধরনের অ্যাপ্লিকেশনের জন্যেই মাইক্রোসফ্টের (Microsoft) অ্যাপ স্টোর উন্মুক্ত থাকতে চলেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন