মাত্র 1499 টাকায় পাবেন Apple Watch এর মতো দেখতে স্মার্টওয়াচ, কিনুন 93 শতাংশ ছাড়ে

অ্যানালগ হাতঘড়ির বদলে আজকাল প্রায় সবাই স্মার্টওয়াচ ব্যবহার করছেন। আর সাধারণ মানুষের চাহিদার সাথে তাল মিলিয়ে লঞ্চ হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ‘আধুনিক’ হাতঘড়ি। এদিকে বাজারে হরেক কিসিমের স্মার্টওয়াচ উপলব্ধ থাকলেও, প্রিমিয়াম অনুভূতির জন্য বেশিরভাগ ক্রেতাদের পছন্দের তালিকায় থাকে Apple Watch; কিন্তু সাধ থাকলেও দামের কারণে এই স্মার্টওয়াচ কেনা সবসময় সাধ্যে কুলায়না।

সেক্ষেত্রে আপনি যদি Apple Watch কিনতে চান, কিন্তু আপনার বাজেট বেশি না হয়, তাহলেও হতাশ হওয়ার কিছু নেই। কারণ দেশীয় কোম্পানি Fire-Boltt, ঠিক Apple-এর প্রিমিয়াম ওয়াচের মত ডিজাইনের Ninja Call Pro Plus স্মার্টওয়াচ বাজারে এনেছে, যা এখন ৯০%-এরও বেশি ছাড়ে কেনা যাবে। হ্যাঁ ঠিকই বলছি, আসলে Amazon India প্ল্যাটফর্মে শীঘ্রই শুরু হচ্ছে Great Summer Sale, যেখানে Fire-Boltt Ninja Call Pro Plus-এ বিশাল ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে। যদিও সেল শুরুর আগে থেকেই কিকস্টার্টার ডিলস (Kickstarter deals) হিসেবে এই স্মার্টওয়াচ জলের দরে মিলছে – আপনি চাইলে এই মিড রেঞ্জার স্মার্টফোনের সমতুল্য দামী ঘড়িটি ১,৫০০ টাকার কম দামে অর্ডার করতে পারেন।

বাম্পার ডিসকাউন্টে কিনে ফেলুন Fire-Boltt Ninja Call Pro Plus স্মার্টওয়াচ

ফায়ার-বোল্ট নিঞ্জা কল প্রো প্লাস মডেলের আসল মূল্য ১৯,৯৯৯ টাকা। তবে অ্যামাজন এটির দামের ওপর ৯৩% ডিসকাউন্ট দিচ্ছে, যার ফলে স্মার্টওয়াচটি মাত্র ১,৪৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে আপনি ব্ল্যাক, গোল্ড ব্ল্যাক, গ্রে, নেভি ব্লু এবং পিঙ্ক কালার অপশনে ঘড়িটি কিনতে পারবেন।

Fire-Boltt Ninja Call Pro Plus স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

ফায়ারবোল্টের নিঞ্জা কল প্রো প্লাসে বড় ১.৮৩ ইঞ্চি বর্গাকার এইচডি ডিসপ্লে এবং অ্যাপল ওয়াচের ফিজিক্যাল ক্রাউন রয়েছে। স্মার্টওয়াচটিতে ব্লুটুথ কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ইন-বিল্ট স্পিকার এবং মাইক্রোফোন। এক্ষেত্রে ইউজাররা এআই (AI) ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কথা বলে এটি কন্ট্রোল করতে পারবেন। কোম্পানির মতে, স্বাভাবিক ব্যবহার করলে এটি সম্পূর্ণ চার্জে ৬ দিন পর্যন্ত চলবে এবং এতে ১৫ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।

উল্লেখ্য, ইনকামিং কলের অ্যাক্সেস ছাড়াও, ব্যবহারকারীরা ডায়াল প্যাড ব্যবহার করে সরাসরি ঘড়িটি থেকেই নম্বর ডায়াল করতে পারবেন। এতে সেভ করা যাবে বেশ কিছু প্রয়োজনীয় ফোন নম্বরও। এছাড়া আর পাঁচটা স্মার্টওয়াচের মতই এতে স্পোর্টস মোড, হার্ট রেট মনিটর, ঘুম ট্র্যাকার, স্ট্রেস মনিটর এবং SpO2 ট্র্যাকিংয়ের ফিচার থাকবে। চাইলে পাল্টানো যাবে ওয়াচ ফেসও।