নতুন বছর উপলক্ষে লঞ্চ হতে পারে Poco X6 5G, একনজরে দেখুন কী কী ফিচার্স থাকবে

Poco C65 নভেম্বরের প্রথমেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। বছরের বাকি সময়ে শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি আর কোন কোন ফোন বাজারে আনবে, তা আপাতত অজানা। তবে অনুমান করা হচ্ছে যে, Poco X6 এবং Poco F6 সিরিজ ব্র্যান্ডের পরবর্তী মডেল হিসাবে আসতে পারে। এগুলি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে৷ অফিশিয়াল লঞ্চের দেরি থাকলেও, এখন Poco X6 5G সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে৷

Poco X6 5G হতে পারে রিব্র্যান্ডেড Redmi Note 13 Pro

গত সেপ্টেম্বরে টিপস্টার ক্যাসপার স্ক্রেজিপেক দাবি করেছিলেন যে, চীনে লঞ্চ হওয়া রেডমি নোট ১৩ প্রো মডেলটি একই নামে বিশ্ব বাজারে পা রাখবে। এছাড়াও তিনি ইঙ্গিত দিয়েছিলেন, নোট ১৩ প্রো-এর একটি গ্লোবাল ভ্যারিয়েন্টও থাকবে, যা পোকো ব্র্যান্ডের অধীনে আসবে। তবে এখন টিপস্টারের দাবি, রেডমি নোট ১৩ প্রো বিশ্ব বাজারে পোকো এক্স৬ ৫জি হিসাবে রিব্যাজড করা হবে। পোকো এক্স৬ প্রো অরিজিনাল রেডমি মডেলের স্পেসিফিকেশন অফার করলেও, পিছনের ভিন্ন ডিজাইন থাকার সম্ভাবনা।

Poco X6 5G-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

পোকো এক্স৬ ৫জি-তে সম্ভবত ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল থাকবে, যা ১.৫কে রেজোলিউশন (১,২২০ x ২,৭১২ পিক্সেল), ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা প্রদান করবে। ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর থাকবে। চীনে রেডমি নোট ১৩ প্রো ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে পাওয়া যায়। তবে, পোকো এক্স৬ প্রো ৫জি সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ বাজারে আসতে পারে।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 13 Pro-তে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা রয়েছে। তবে Poco X6 5G সম্ভবত ২০০ মেগাপিক্সেলের পরিবর্তে OmniVision OV64B প্রাইমারি ক্যামেরা অফার করবে।

এছাড়া, ফোনটির সামনে অবস্থান করতে পারে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য, Poco X6 5G বড় ৫,১০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।