প্রায় অর্ধেক দামে iPhone 12, দুর্দান্ত অফার নিয়ে হাজির Flipkart ও Amazon

আধখাওয়া আপেলের লোগোযুক্ত ডিভাইসগুলির প্রতি বিশ্বব্যাপী অধিকাংশ মানুষেরই একটু দুর্বলতা রয়েছে। হ্যাঁ ঠিকই ধরেছেন, বলছি অ্যাপেল (Apple) কোম্পানির প্রোডাক্টগুলির কথা। তবে সবকটি প্রোডাক্টের মধ্যে বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোনের চাহিদাই ইউজারদের কাছে সবচেয়ে বেশি। আর সেই কারণেই নজরকাড়া ডিজাইন এবং একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা একটি Apple iPhone পকেটে রাখার ইচ্ছে অনেকেরই থাকে। কিন্তু দাম একটু চড়া হওয়ায় সাধ থাকলেও সাধ্যে অধিকাংশেরই কুলিয়ে ওঠে না। কিন্তু আপনার যদি একটি আইফোন ১২ (iPhone 12) কেনার ইচ্ছে থাকে, তাহলে আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) এবং অ্যামাজন (Amazon) কর্তৃক আয়োজিত সেলে আপনি এটি অত্যন্ত সস্তায় কেনার সুযোগ পাবেন।

বলার অপেক্ষা রাখে না যে, আইফোন ১৩ সিরিজের চারটি ফোন মার্কেটে পদার্পণ করলেও আইফোন ১২ কিন্তু খুব পুরোনো হয়ে যায়নি, এটি এখনও ইউজারদের কাছে বিপুলভাবে জনপ্রিয়। সেক্ষেত্রে, আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত Amazon Great Republic Day Sale এবং Flipkart Big Saving Days Sale-এ এই ফোনটির ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৫৩,৯৯৯ টাকায় কেনার সুযোগ পাওয়া যাবে। যেখানে এর আসল দাম ৬৫,৯০০ টাকা, অর্থাৎ সেল চলাকালীন ফোনটি কিনলে ১১,৯০১ টাকা ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। তবে এখানেই শেষ নয়, আপনি এর চেয়েও কম দামে এই মডেলটিকে পকেটস্থ করতে পারেন। কীভাবে? আসুন জেনে নিই।

আপনি যদি ফোনটি কেনার সময় আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে ফ্লিপকার্ট ৭৫০ টাকা ছাড় দেবে। এর ফলে আইফোনটির দাম ৫৩,৯৯৯ টাকা থেকে কমে হবে ৫৩,২৪৯ টাকা। এছাড়া যদি আপনি ফ্লিপকার্টে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং অ্যামাজনে অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে আরও কম দামে এই ফোনটি পকেটস্থ করতে পারবেন। কারণ উভয় কার্ডেই ৫ শতাংশ আনলিমিটেড ডিসকাউন্টের সুবিধা রয়েছে। তাই আরও প্রায় ২,৭০০ টাকা ছাড়ের সুবাদে আপনি মাত্র ৫১,২৯৯ টাকায় আইফোন ১২ কেনার সুযোগ পাবেন।

এছাড়া আপনার কাছে যদি একটি পুরোনো ফোন থেকে থাকে, তবে সেটিকে এক্সচেঞ্জ করেও আপনি এই আইফোন মডেলটি নিজের করতে পারেন। কারণ Flipkart এবং Amazon উভয় প্ল্যাটফর্মেই এক্সচেঞ্জ অফারের সুবিধা উপলব্ধ। তাই আপনি পুরোনো যে কোনো ফোন এক্সচেঞ্জ করে iPhone 12-এর দাম আরও খানিকটা কমিয়ে আনতে পারেন। তবে সেক্ষেত্রে আপনি যে ফোনটি এক্সচেঞ্জ করছেন, সেটির বর্তমান অবস্থা তথা গুণমানের ওপর নির্ভর করবে যে আপনি কত টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাবেন। এক্সচেঞ্জ অফার বাবদ আপনি Amazon-এ ১৫,০০০ টাকা পর্যন্ত এবং Flipkart-এ ১১,৭৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।