Redmi K40s শীঘ্রই বাজারে আসছে, থাকবে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট

Redmi K40s খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এই ফোনটি আজ চীনের 3C সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। এই ফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে Redmi K40s পুরোপুরি নতুন ফোন হবে না। কারণ 3C সার্টিফিকেশন সাইট ইঙ্গিত করছে যে, ফোনটি Xiaomi 11T-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। উল্লেখ্য, গতমাসে Xiaomi 11T Pro-এর সাথে Xiaomi 11T গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল।

3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, আসন্ন Redmi K40s ফোনের মডেল নম্বর 20191116C, যার সাথে মিল রয়েছে Xiaomi 11T ফোনের মডেল নম্বরের। তবে স্পেসিফিকেশনে ছোটখাটো পরিবর্তন দেখা যাবে। যেমন Xiaomi 11T ফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল। তবে Redmi K40s আসবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ।

Redmi K40s স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রেডমি কে৪০ এস ফোনে থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। আবার ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। এতে পাওয়া যেতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফির জন্য রেডমি কে৪০ এস ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেল টেলিম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। আবার ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন