Realme Pad অভিষেকেই চমক দিতে প্রস্তুত, পেয়ে গেল EEC সার্টিফিকেশন সাইটে

রিয়েলমির প্রথম ল্যাপটপ, Realme Book (Slim) আগামী ১৮ অগাস্ট ভারত ও চীনের বাজারে লঞ্চ হতে চলেছে। আবার রিয়েলমি ল্যাপটপের পাশাপাশি Realme Pad নামে এক ট্যাবলেটের উপরেও যে কাজ করছে, তা টেকমহলের অজানা নয়। কোম্পানির তরফে অফিসিয়াল ভাবে রিয়েলমি প্যাডের লঞ্চ ডেট এখনও ঘোষণা হয়নি ঠিকই। তবে ডিভাইসটির আত্মপ্রকাশের সময় খুব বেশি দূরে আছে বলে মনে হচ্ছে না। কারণ, সম্প্রতি সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটে Realme Pad ট্যাবকে স্পট করা হয়েছিল। আর এখন ডিভাইসটি ইউরেশিয়ান ইকনমিক কমিশন বা ইইসি (EEC)-এর ছাড়পত্র পেয়েছে বলে খবর এসেছে।

Realme Pad পেল EEC সার্টিফিকেশন

ইইসি সার্টিফিকেশন সাইট RMP2103 মডেল নম্বরের Realme Pad-কে সাথে ছাড়পত্র দিয়েছে। ইইসি-র লিস্টিংয়ে এর কোনও স্পেসিফিকেশনের উল্লেখ করা ছিল না। প্রসঙ্গত, জুলাইয়ে সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটে ট্যাবটির একটি ভ্যারিয়েন্টকে দেখা গিয়েছিল। সেই ভ্যারিয়েন্টের মডেল নম্বর ছিল RMP2102।

Realme Pad স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

আগের রিপোর্ট বলছে, রিয়েলমি প্যাড ট্যাবে ১০.৪ ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে। এর পরিমাপ ২৪৬.১ x ১৫৫.৮ মিমিx ৬.৮ মিমি। ৭,১০০ এমএএইচ ব্যাটারি সহযোগে আসতে পারে এই ট্যাব। প্রসেসরের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

রিয়েলমি প্যাডের বেস ভার্সনে ৬ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ থাকতে পারে। এটি ওয়াই-ফাই এবং ৪জি এলটিই ভ্যারিয়েন্টে আসতে পারে। এছাড়া ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকতে পারে এতে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন