কিভাবে WhatsApp পেমেন্টে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন ও টাকা পাঠাবেন

এতদিন অবধি কেবল ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয় ছিল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। কিন্তু বিগত কয়েক মাসে এই ধারণা পাল্টেছে। আসলে গত বছরের নভেম্বরে ভারতে কিছু হোয়াটসঅ্যাপ বিটা ইউজার ‘পেমেন্ট’ ফিচারের সুবিধা পেয়েছিলেন, যার মাধ্যমে ইউপিআই ভিত্তিক অনলাইন ট্রানজাকশন করা যায়। একে একে এই ফিচার এখন সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য উপলব্ধ হচ্ছে। হোয়াটসঅ্যাপ পেমেন্ট (WhatsApp Payment) অন্যান্য ইউপিআই প্ল্যাটফর্মের থেকে আরও সহজলভ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ এই ইউপিআই ভিত্তিক ফিচারের সাহায্যে ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোড ইনপুট না করেও অনলাইন লেনদেন করা যাবে। আসুন জেনে নিই এই মেসেজিং মাধ্যমটির সাহায্যে কিভাবে অনলাইন ট্রানজাকশন করবেন।

কীভাবে হোয়াটসঅ্যাপ পেমেন্টের মাধ্যমে অর্থ পাঠাবেন?

১. হোয়াটসঅ্যাপ পেমেন্ট ব্যবহার করে টাকা পাঠাতে প্রথমে অ্যাপ্লিকেশনটি খুলুন এবং আপনি যাকে টাকা পাঠাতে চান, তার চ্যাটটি খুলুন।
২. এরপর চ্যাটে যে অ্যাটাচমেন্ট অপশনটি থাকে তাতে ট্যাপ করে পেমেন্ট অপশনটি বেছে নিন।
৩. ঠিক কত টাকা পাঠাবেন তা কনফার্ম করে আপনার ইউপিআই পিনটি এন্টার করুন।
৪. খেয়াল রাখবেন ট্রানজাকশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রেরক এবং প্রাপক দুজনেই নির্দিষ্ট মেসেজ পাচ্ছেন কিনা।

কীভাবে হোয়াটসঅ্যাপ পেমেন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন?

১. হোয়াটসঅ্যাপ পেমেন্টে কোনও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে, হোয়াটসঅ্যাপের সেটিং সেকশনে গিয়ে ‘পেমেন্টস’ অপশনে ক্লিক করুন।
২. এসএমএস-এর মাধ্যমে আপনার মোবাইল নম্বরটি ভেরিফিকেশন করুন এবং যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
৩. এই যাচাইকরণ প্রক্রিয়াটি শেষ হয়ে গেলেই আপনি বিভিন্ন ব্যাঙ্কের তালিকা দেখতে পাবেন। এক্ষেত্রে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেটি নির্বাচন করুন এবং আপনার অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ পেমেন্ট অপশন অ্যাক্টিভেট করার জন্য অ্যাকাউন্ট ডিটেইলস দিয়ে সেটআপ করুন।

জানিয়ে রাখি, হোয়াটসঅ্যাপ পেমেন্টের মাধ্যমে ইউজাররা, টাকা সেন্ড বা রিসিভ – দুই-ই করতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপ পেমেন্ট ফিচার ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, তাদের এটিএম কার্ড সম্পর্কিত তথ্য বা ইউপিআই পিন কারোর সাথে কোনো অবস্থাতেই শেয়ার করবেন না। তাছাড়া, হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কখনোই ইউজারদের থেকে এরকম ব্যক্তিগত তথ্য চায় না। ফলত, তাদের নাম করে কেউ ইউজারদের কাছে এমন কোনো তথ্য জানতে চাইলে সাথে সাথে অভিযোগ করতেও বলেছে ফেসবুকের মালিকানাধীন সংস্থাটি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন