Vi-এর সস্তা Data Plan, ১৭ টাকা থেকে দাম শুরু, পাবেন Unlimited ডেটার সুবিধাও

জনপ্রিয়তা এবং উন্নতমানের পরিষেবা সরবরাহের নিরিখে অন্যান্য টেলিকম কোম্পানিগুলির তুলনায় বর্তমানে অনেকটাই পিছিয়ে পড়েছে Vi বা Vodafone Idea। তবে ঘুরে দাঁড়াতে তারা একের পর এক পদক্ষেপ নিচ্ছে। আবার এখনও প্রচুর মানুষ আছেন, যারা এই সংস্থার হাত ধরে রেখেছেন। সেক্ষেত্রে আপনি যদি Vi-এর গ্রাহক হন এবং এই মুহূর্তে কম দামে ডেটা প্ল্যান কিনতে চান, তাহলে আপনার বেশি ভাববার প্রয়োজন নেই। কারণ গ্রাহকদের হঠাৎ প্রয়োজনে ইন্টারনেটের চাহিদা মেটাতে Vodafone Idea বেশ কয়েকটি সস্তা প্ল্যান অফার করে। আপনি ৫০ টাকার নিচে এরকম বেশ কয়েকটি রিচার্জ অপশন পেয়ে যাবেন। যদিও সংস্থাটি এখনও পর্যন্ত কেবলমাত্র 4G নেটওয়ার্কই ব্যবহারের সুবিধা দেয়, তা সত্ত্বেও কিন্তু এইসব প্ল্যান কাজে আসবে। আসুন এখন Vodafone Idea-র ৫০ টাকার কম দামের ডেটা প্ল্যানগুলির তালিকা এবং সুবিধা এক নজরে দেখে নিই।

৫০ টাকার নিচে Vodafone Idea-র ঝুলিতে আছে এইসব প্রিপেইড প্ল্যান

১. Vi-এর ১৭ টাকার প্ল্যান: তালিকার প্রথম সাশ্রয়ী প্ল্যানটির দাম ১৭ টাকা। এটি একদিনের বৈধতায় রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা অফার করে।

২. Vi-এর ১৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে রিচার্জকারীরা ২৪ ঘন্টার জন্য ১ জিবি ডেটা পাবেন।

৩. Vi-এর ২৪ টাকার প্ল্যান: ২৪ টাকার দামের এই প্ল্যানের ভ্যালিডিটি মাত্র ১ ঘন্টা। এতে ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটা পাবেন।

৪. Vi-এর ২৫ টাকার প্ল্যান: আপনি যদি বিজ্ঞাপন-মুক্ত (Ads free) মিউজিক শুনতে পছন্দ করেন, তাহলে এই ডেটা ভাউচার বেছে নিতে পারেন। প্ল্যানটিতে ১ দিনের জন্য ১.১ জিবি ডেটা পাবেন। এরইসাথে মিলবে হাঙ্গামা মিউজিকের (Hungama Music)-এর ৭ দিনের অ্যাক্সেসও।

৫. Vi-এর ২৯ টাকার প্ল্যান: এটিতে দুদিনের বৈধতায় ২ জিবি ডেটা সুবিধা পাওয়া যাবে।

৬. Vi-এর ৩৯ টাকার প্ল্যান: এই সস্তা প্ল্যানের বৈধতা ৭ দিন অর্থাৎ পুরো এক সপ্তাহ, এতে ৩ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন।

৭. Vi-এর ৪৯ টাকার প্ল্যান: তালিকার এই শেষ প্ল্যানটিতে মোট ৬ জিবি ডেটার বেনিফিট উপলব্ধ, তবে এর বৈধতা মাত্র ২৪ ঘন্টা বা ১ দিন।