Moto E22, Moto E22i Launch: শক্তিশালী ব্যাটারি ও ডুয়েল ক্যামেরার সাথে সস্তা ফোন লঞ্চ করল মোটোরোলা

Motorola তাদের E সিরিজের নতুন ফোন হিসেবে Moto E22 ও Moto E22i লঞ্চ করল। আপাতত ফোন দুটি ইউরোপে লঞ্চ হয়েছে। আশা করা যায় এগুলি শীঘ্রই ভারতেও পা রাখবে। Moto E22 ও Moto E22i উভয় ফোনেই এইচডি প্লাস ডিসপ্লে ও মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া হ্যান্ডসেট দুটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৪,০২০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আসুন এদের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

মোটো ই২২, মোটো ই২২ আই দাম – Moto E22, Moto E22i Price

মোটো ই২২ ফোনের দাম রাখা হয়েছে ১৩৯.৯৯ ইউরো (প্রায় ১১,৭১৫ টাকা)। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এটি অ্যাস্ট্রো ব্ল্যাক ও ক্রিস্টাল ব্লু কালারে পাওয়া যাবে।

আর মোটো ই২২ আই ফোনের ব্যয় করতে হবে ১২৯.৯৯ ইউরো (প্রায় ১০,৩৭৫ টাকা)। ফোনটি গ্রাফাইট গ্রে ও উইন্টার হোয়াইট কালারে এসেছে।

মোটো ই২২, মোটো ই২২ আই স্পেসিফিকেশন ও ফিচার – Moto E22, Moto E22i Specifications & Features

মোটো ই২২ ও মোটো ই২২ আই ফোনে আছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। পারফরম্যান্সের জন্য উভয় ফোনেই আইএমজি পাওয়ার ভিআর জিই৮৩২০ জিপিইউ সহ অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডুয়েল সিমের এই ডিভাইস দুটিতে মাইক্রো এসডি কার্ড স্লট উপস্থিত।

ফটোগ্রাফির জন্য Moto E22, Moto E22i ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/২.২ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে এফ/২.৪ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

স্মার্টফোনগুলি জল রোধী ডিজাইন সহ এসেছে। আর এগুলিতে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ডিভাইস দুটিতে ৪,০২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। Moto E22 অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাই ইউএক্স কাস্টম স্কিনে এবং Moto E22i অ্যান্ড্রয়েড ১২ গো এডিশনে চলবে।