Moto E20 বাজেট রেঞ্জে ডুয়েল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ আসছে, ফাঁস হল রেন্ডার

দিন দশেক আগেই মিডরেঞ্জ সেগমেন্টে Motorola Edge 20 ও Motorola Edge 20 Fusion নামে দুটি ফোন ভারতে লঞ্চ করেছে Motorola (মোটোরোলা)। তবে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতাটি শীঘ্রই আরো দুটি বাজেট ফোন চালু করার প্রস্তুতি নিচ্ছে, যেগুলি Moto E20 (মোটো ই২০) এবং Moto E30 (মোটো ই৩০) নামে বাজারে আসবে। টিপস্টার ইভান ব্লাস আজ এদের মধ্যে Moto E20 ফোনটির রেন্ডার শেয়ার করেছেন। পাশাপাশি ফোনটির কিছু ফিচার সামনে এসেছে। ব্লাস জানিয়েছেন, Moto E30 স্মার্টফোনটি ‘Cyprus’ (সাইপ্রাস) কোডনামে আসবে, যেখানে E20-এর কোডনাম রাখা হবে ‘Aruba’ (আরুবা)।

Moto E20-এর ফাঁস

ব্লাসের শেয়ার করা রেন্ডারে Moto E20 ফোনটিকে টিল ব্লু রঙ দেখা গিয়েছে। এছাড়া এর পেছনে ডিম্বাকৃতি আকৃতির ক্যামেরা মডিউল পরিলক্ষিত হয়েছে, যেখানে ক্যামেরা সেন্সর এবং এলইডি ফ্ল্যাশলাইট উপলব্ধ। একইভাবে ছবিতে নির্দেশ করা হয়েছে এই ফোনের ব্যাক প্যানেলে মোটোরোলা লোগো এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যাবে।

আবার আসন্ন Moto E20 বাজেট ফোনে ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে এবং পাতলা বেজেল দেখা যাবে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে টাইপ-সি চার্জিং পোর্ট, স্পিকার গ্রিলস এবং হেডফোন জ্যাক।

Moto E20-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টারের মতে, XT2155-1 মডেল নম্বররের মোটো ই২০ স্মার্টফোনে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে থাকবে। ফোনটি কোন কোম্পানির প্রসেসরের সাথে তা জানা যায়নি, তবে ব্লাস বলেছেন এটিতে ১.৬ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর ব্যবহার হবে। এছাড়া মোটো ই২০ ফোনটি ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ওএস সহ চলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য মোটো ই২০ ফোনে ৪,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য Moto E20 ফোনে ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল লেন্স সহ ডুয়াল ক্যামেরা সেটআপ এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন