Xiaomi Pad 5 Pro এখন পাওয়া যাবে 8GB র‌্যাম ও 256GB স্টোরেজের সাথে

Xiaomi 12 সিরিজের পাশাপাশি আজ একঝাঁক পণ্য লঞ্চের ঘোষণা করল শাওমি। যার মধ্যে রয়েছে Xiaomi Pad 5 Pro-র একটি নতুন মেমরি ভ্যারিয়েন্ট। গত অগস্টে আত্মপ্রকাশ করা Xiaomi Pad 5 Pro এর Wi-Fi ভ্যারিয়েন্টটি এতদিন ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ ছিল। আর আজ Xiaomi Pad 5 Pro Wi-Fi এর ৮ জিবি র‌্যাম +২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ঘোষণা করা হয়েছে। নতুন মেমরি ভ্যারিয়েন্ট ছাড়া ট‌্যাবলেটটির ফিচারে কোনো পরিবর্তন আনা হয়নি।

Xiaomi Pad 5 Pro এর নতুন ভ্যারিয়েন্টের দাম

Xiaomi Pad 5 Pro Wi-Fi এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের প্রারম্ভিক দাম রাখা হয়েছে ২৯৯৯ ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৫,১৪৭ টাকা। ৩১ ডিসেম্বর থেকে এর সেল শুরু হবে। তবে পরবর্তীতে Xiaomi Pad 5 Pro Wi-Fi এর এই মেমরি ভ্যারিয়েন্টটি ৩০৯৯ ইউয়ানে (প্রায় ৩৬,৩২২ টাকা) বিক্রি করা হবে।

Xiaomi Pad 5 Pro এর নতুন ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন

আগেই বলেছি নতুন মেমরি বিকল্প ছাড়া শাওমি প‌্যাড ৫ প্রো এর ফিচার আগের মতোই রাখা হয়েছে। এতে পাওয়া যাবে ১১ ইঞ্চি কোয়াড-এইচডি প্লাস (২৫৬০ x ১৬০০ পিক্সেল) এলসিডি। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৭৫ পিপিআই ও কন্ট্রাস্ট রেশিও ১৫০০:১ সাপোর্ট করে। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। শাওমি প্যাড ৫ প্রো ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Xiaomi Pad 5 Pro এর পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৫ মেগাপিক্সেল সেকন্ডারি সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৮,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, Xiaomi Pad 5 Pro-এর নতুন মেমরি ভ্যারিয়েন্টের পাশাপাশি, সংস্থাটি একটি সাদা রঙের প্রোটেক্টিভ কেস লঞ্চ করেছে, যা কিবোর্ড হিসেবে কাজ করে। এর দাম রাখা হয়েছে ৩৯৯ ইউয়ান (প্রায় ৪,৬৭৯ টাকা)।