সুখবর, Samsung Galaxy A50 এবং Galaxy A50s ফোনে এল অ্যান্ড্রয়েড ১১ আপডেট

Samsung সেরা বিক্রিত ফোনগুলির মধ্যে Galaxy A50 এবং Galaxy A50s অন্যতম। এই ফোন দুটি অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড ওয়ান ইউআই ১ ওএসের সাথে লঞ্চ হয়েছিল। এরপর গতবছর ফোনগুলিতে অ্যান্ড্রয়েড ১০ বেসড ওয়ান ইউআই ২.৫ আপডেট আসে। এবার স্যামসাং গ্যালাক্সি এ৫০ এবং গ্যালাক্সি এ৫০এস অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই ৩.১ আপডেট পেতে শুরু করলো (Android 11 Based One UI 3.1)। এর সাথে সাথে ফোনগুলি মার্চ মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচও পাচ্ছে (March 2021 security patches)।

রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy A50 এর জন্য আসা এই আপডেটের ফার্মওয়্যার ভার্সন A505FDDU7CUBC। এই আপডেটের ডাউনলোড সাইজ ১৮৭১.৩৮ এমবি। আপাতত ভারতীয় ইউজারদের জন্য এই আপডেট রোলআউট করা হয়েছে।

অন্যদিকে Samsung Galaxy A50s এর ভিয়েতনামের ইউজাররা অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই ৩.১ আপডেটটি পেতে শুরু করেছে। এই OTA আপডেটের ফার্মওয়্যার ভার্সন A507FNXXU5DUB6। যদিও এর সাইজ জানা যায়নি।

নতুন এই আপডেটের পর ফোন দুটির সিস্টেম যেমন শক্তিশালী হবে, তেমনি উন্নত সিঙ্গেল টেক, অবজেক্ট ইরেজার টুল, মাল্টি মাইক রেকর্ডিং, আই কমফোর্ড শিল্ড মোড, প্রাইভেট শেয়ার এর মত ফিচার জুড়বে।

আপনি যদি Samsung Galaxy A50 বা Galaxy A50s এর কোনো একটি ফোন ব্যবহার করেন এবং চেক করতে চান এই আপডেট এসেছে কিনা, তাহলে ফোনের Settings > Software update > Download and install স্টেপগুলি ফলো করতে পারেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন