রূপ-লাবণ্যে সবাইকে টেক্কা দেবে, Realme 10 Pro+ 5G লঞ্চের আগে প্রকাশ নতুন ছবি

রিয়েলমি চীনে তাদের Realme 10 Pro সিরিজটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি ইতিমধ্যেই স্ট্যান্ডার্ড Realme 10 মডেলের ৪জি এবং ৫জি ভ্যারিয়েন্টগুলি উন্মোচন করেছে। আর আগামী ১৭ নভেম্বর আয়োজিত ইভেন্টে, কোম্পানি নতুন নম্বর সিরিজের ফোনগুলির অংশ হিসাবে আরও দুটি ফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে Realme 10 Pro 5G এবং Realme 10 Pro+ 5G। 10 Pro+ 5G লেটেস্ট লাইনআপটির টপ-এন্ড মডেল হিসেবে বাজারে আসতে চলেছে। ইতিমধ্যেই রিয়েলমি প্রোমোশনাল টিজারের মাধ্যমে আসন্ন Realme 10 Pro+ 5G ফোনের কিছু মূল বিবরণ প্রকাশ করেছে। সর্বশেষ টিজারটিতে কোম্পানি আসন্ন মিড-রেঞ্জ ফোনটির ডিজাইনটি প্রদর্শন করেছে। তবে, এখন 10 Pro+ 5G-এর কয়েকটি লাইভ ইমেজ অনলাইনে ফাঁস হয়েছে, যা ফোনটির ডিজাইনটি বিভিন্ন কোণ থেকে তুলে ধরেছে। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক Realme 10 Pro+ 5G সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে উঠে এল।

ফাঁস হল Realme 10 Pro+ 5G লাইভ ইমেজ

আগামী ১৭ নভেম্বর চীনে রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি হ্যান্ডসেটটি লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে তার আগেই এখন টুইটার ইউজার রমন সিং এই ডিভাইসটির ভারতীয় সংস্করণের বেশ কয়েকটি লাইভ ছবি অনলাইনে ফাঁস করেছেন। ফোনটি একাধিক কালার অপশনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তার মধ্যে একটিতে দেখা যাবে মিরর ফিনিশ, যার জন্য বিভিন্ন কোণ থেকে ফোনটিকে দেখলে, তা গ্রেডিয়েন্ট কালার নিক্ষেপ করবে। এছাড়াও, ছবিগুলি প্রকাশ করেছে যে ফোনটির রিয়ার প্যানেলটি ফ্রেমের দিকে কার্ভ হয়ে যাবে।

অন্যদিকে, রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি-এর রিয়ার প্যানেলে দুটি বড় বৃত্তাকার কাটআউট রয়েছে। ফোনের তিনটি ক্যামেরা সেন্সরের মধ্যে ওপরের কাটআউটে একটি এবং নীচের কাটআউটে দুটি সেন্সর অবস্থান করবে৷ আর এলইডি ফ্ল্যাশ মডিউলটি বৃত্তাকার কাটআউটগুলির পাশে থাকবে। ডিভাইসটিতে ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সর রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এতে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রধান ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে বলে জানা গেছে।

আবার, ডিভাইসটির সামনে একটি কার্ভড ডিসপ্লে থাকবে বলে মনে করা হচ্ছে। যদিও কোম্পানি 10 Pro+ 5G-এর ডিসপ্লের আকার নিশ্চিত করেনি। তবে, ইতিমধ্যেই অনলাইনে প্রকাশিত রিপোর্টগুলি প্রকাশ করেছে যে ফোনটিতে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে দেখা যাবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। এটি সম্ভবত ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করতে পারে।

এছাড়া, আসন্ন Realme 10 Pro সিরিজের ফোনটিকে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসরের সাথে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটে স্পট করা গেছে। ফোনটি সর্বাধিক ১২ জিবি র‍্যাম অফার করলেও, এর ৬ জিবি /৮ জিবি র‍্যাম বিকল্পগুলিও বাজারে লঞ্চ পারে। সেলফির জন্য, ফোনটির সামনে অবস্থিত পাঞ্চ-হোল কাটআউটের ভিতরে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই (Realme UI) কাস্টম স্কিনে রান করবে।

উল্লেখ্য, Relame 10 Pro+ 5G মডেলের পাশাপাশি স্ট্যান্ডার্ড 10 Pro 5G-ও আগামী ১৭ তারিখ চীনের বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত হবে। চায়না টেলিকম তালিকার মাধ্যমে ফোনটির ডিজাইনটিও ফাঁস হয়েছে। এর রিয়ার প্যানেলে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর সামনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে। রিয়েলমির এই নয়া ডিভাইসগুলি আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।