১২ হাজার টাকার কমে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১৬ জিবি র্যামের ফোন, Redmi আছে লিস্টে

কম বাজেটে ভালো ক্যামেরা এবং দুর্দান্ত পারফরম্যান্সের ফোন খোঁজ করে থাকলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা এমন তিনটি স্মার্টফোন সম্পর্কে বলবো, যেগুলির প্রতিটি মডেলে আছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। আর ডিভাইসগুলির দাম ১২ হাজার টাকারও কম। শুধু তাই নয়, লিস্টের সবচেয়ে সস্তা ফোনটির দাম পড়বে মাত্র ১০,৭৯৯ টাকা। এই লিস্টে Poco, Tecno ও Redmi-র একটি করে স্মার্টফোন আছে।
Poco M6 Plus 5G
পোকোর এই ফোনটি বর্তমানে অ্যামাজনে ১০,৭৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এই মূল্য ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। তবে দাম কম হলেও এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ। এছাড়া এই ডিভাইসে পাওয়া যাবে মোট ১৬ জিবি পর্যন্ত র্যাম। স্মার্টফোনটি ৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে সহ এসেছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০৩০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Redmi 13 5G
রেডমি ১৩ ৫জি স্মার্টফোনের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৮৪৪ টাকা। এটিও অ্যামাজন থেকে কেনা যাবে। ফিচারের কথা বললে এতে পাওয়া যাবে রিং ফ্ল্যাশের মতো আকর্ষণীয় ফিচারসহ ১০৮ মেগাপিক্সেল AI ক্যামেরা। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস ৩ প্রোটেকশন। আর হ্যান্ডসেটটি ৫০৩০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Tecno POVA 6 NEO 5G
টেকনো পোভা ৬ নিও ৫জি ফোনটিও অ্যামাজনে পাওয়া যাচ্ছে। এর দাম মাত্র ১১,৯৯৯ টাকা। এতেও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। সাথে রয়েছে একাধিক AI ফিচার। এই ডিভাইসে র্যাম এক্সপানশন টেকনোলজির মাধ্যমে ১৬ জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করা যায়। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি চিপসেট ব্যবহার করা হয়েছে।