Smartphone-এ এই সমস্ত গড়বড় দেখতে পাচ্ছেন? সাবধান না হলে কিন্তু ডিভাইস হ্যাক হতে পারে

রূপকথার গল্পের মতো আজকাল স্মার্টফোন আমাদের জীবনের প্রাণভোমরা হয়ে দাঁড়িয়েছে বললে বোধহয় খুব একটা ভুল হবেনা! শুধুমাত্র কলিং ও মেসেজিংয়ে এখন এর সীমাবদ্ধতা নয়, বরঞ্চ ইচ্ছেমতো ফটো তোলা থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহার করা কিংবা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা কাজে লাগানো, বাড়ি বসে আঙুলের চালনায় জিনিস কেনা – এইসব বিভিন্ন কাজে ফোন চাই-ই চাই। এদিকে স্মার্টফোনের ওপর মানুষের এই নির্ভরশীলতা বা খুদে যন্ত্রটিতে হাজারো তথ্য সেভ থাকার বিষয়টিকে হাতিয়ার করে হ্যাকিং, স্ক্যাম এবং ডেটা চুরির মতো ঘটনাগুলিও প্রায়শ মাথাচাড়া দিয়ে উঠছে। তাই এমতাবস্থায় নিজের মুঠোফোন এবং এর ডেটা সুরক্ষিত রাখা খুবই জরুরি হয়ে পড়ে। তাছাড়া কী ধরণের গন্ডগোল দেখলে ডিভাইস হ্যাক হওয়ার বিষয়ে আগাম ধারণা পাবেন, সেই বিষয়গুলিও মাথায় রাখা দরকার। সেক্ষেত্রে এই প্রতিবেদনে আমরা এমন পাঁচটি চিহ্নের কথা বলব, যেগুলি দেখতে পেলে জানবেন আপনার ফোনের হ্যাক হওয়ার সম্ভাবনা আছে।

এই পাঁচটি ত্রুটি হতে পারে ফোন হ্যাকিংয়ের পূর্বাভাস

১. হঠাৎ ফোনের স্পিড কমে যাওয়া: এই লক্ষণটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় বিষয়। আপনার স্মার্টফোন যদি হঠাৎ করে স্বাভাবিকের চেয়ে বেশি ধীর গতিতে বা স্লো কাজ করে কিংবা এতে অনেক বেশি হ্যাং হওয়ার প্রবণতা দেখা যায়, তাহলে সাবধান। কারণ, হ্যাকিংয়ের সময় ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে অনেক প্রোগ্রাম কাজ করে, যা ডিভাইসটিকে ধীর করে দেয়।

২. ইন্টারনেটের স্পিড স্লো হওয়া: আপনার ফোনের ইন্টারনেট কানেক্টিভিটি ঠিক থাকলেও যদি ফোনে মোবাইল ডেটা ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন বা ডেটা অতিরিক্ত খরচ হয়, তবে আপনার সতর্ক হওয়া উচিত।

৩. ফোনের শাটডাউন এবং রিস্টার্ট হওয়া: এটিও ফোন হ্যাক হওয়ার লক্ষণ। যদি আপনার স্মার্টফোন ক্রমাগত বন্ধ হয়ে যায় বা নিজে নিজে রিস্টার্ট হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার ডিভাইস হ্যাকারের দখলে রয়েছে। এছাড়াও, ফোনের সেটিংস এবং অ্যাপগুলি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হওয়ার বিষয়টি নজর রাখা দরকার।

৪. ব্যাটারি লেভেল দ্রুত কমতে থাকা: আপনার ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে গেলে তা ফোন হ্যাক হওয়ার লক্ষণ হতে পারে। কারণ হ্যাকারদের কাজের কারণে প্রচুর ব্যাটারি খরচ হয়।

৫. ব্যাংকিং লেনদেন: যদি কোনো কারণ ছাড়াই আপনার ব্যাঙ্কে অননুমোদিত লেনদেন হয়, তাহলে নিশ্চিত হন যে নির্ঘাত হ্যাকাররা আপনার ফোন এবং ব্যাঙ্কিং অ্যাপে অ্যাক্সেস পেয়েছে।

ফোন হ্যাক হলে কী করবেন?

আপনি যদি স্মার্টফোন হ্যাক হয়ে গেছে নিশ্চিত করতে পারেন, তাহলে অবিলম্বে ফোনটি ফরম্যাট করুন। এক্ষেত্রে ফোনের ডেটা ব্যাকআপ করার চেষ্টা করবেন না, কারণ তাতে ডিভাইসে ম্যালওয়্যার থেকে যাবে। এছাড়াও, আপনি যদি কোনো সন্দেহজনক ব্যাঙ্কিং ট্রানজাকশন দেখতে পান, তাহলে চটজলদি ব্যাঙ্কের সাহায্য নিন।