Realme GT 2 vs OnePlus Nord 2: রিয়েলমি নাকি ওয়ানপ্লাস, মিড রেঞ্জে কোন ফোন এগিয়ে জেনে নিন

জনপ্রিয় টেক ব্র্যান্ড Realme গত ২২শে এপ্রিল প্রায় চুপিসারে ভারতে Realme GT 2 নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল। নবাগত এই হ্যান্ডসেটের ফিচার তালিকা এবং দামের পরিসংখ্যান দেখে মনে হচ্ছে, এটি ভারতের বাজারে বিদ্যমান OnePlus Nord 2 স্মার্টফোনটির সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। কেননা, উভয় হ্যান্ডসেটই মিড-রেঞ্জের অধীনে এসেছে। আর দুটি স্মার্টফোনেই ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৫০ মেগাপিক্সেল মুখ্য লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১২ জিবি পর্যন্ত র‍্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ এবং ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে। তবে, ফিচারগত সাদৃশ্য একাধিক থাকলেও, বেশ কয়েকটি বৈসাদৃশ্যও বিদ্যমান থাকছে, যা মূলত ফোন দুটির মধ্যে সেরা কোনটি তা নির্ণয় করবে। তাহলে চলুন সদ্য লঞ্চ হওয়া Realme GT 2 এবং ২০২১ সালের ২২শে জুলাই আত্মপ্রকাশ করা OnePlus Nord 2 স্মার্টফোনের ফিচার ও দামের মধ্যে তুলনামূলক আলোচনা করার মাধ্যমে জেনে নেওয়া যাক কোন ফোনটি আপনার কেনা উচিত।

Realme GT 2 Vs OnePlus Nord 2 : ডিসপ্লে, সেন্সর

রিয়েলমি জিটি ২ ফোনে একটি ৬.৬২ ইঞ্চির স্যামসাং ই৪ অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৭২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১,০০০ হার্টজ স্মার্ট ইনস্ট্যান্টেনিয়াস টাচ এবং ৯২.৬ % স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। এছাড়া, স্ক্রিনটি কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত এবং নিরাপত্তার জন্য এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে।

অন্যদিকে ওয়ানপ্লাস নর্ড ২ ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে কর্নি গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ এসেছে। আর, সিকিউরিটি ফিচার হিসাবে এতেও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Realme GT 2 Vs OnePlus Nord 2 : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

নবাগত রিয়েলমি জিটি ২ স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করে। আর স্টোরেজ হিসাবে এতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত রম পাওয়া যাবে।

ওয়ানপ্লাস নর্ড ২ ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ১২০০ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেনওএস ১১.৩.১ কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। এই হ্যান্ডসেটটি ইউজাররা ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বিকল্পে পেয়ে যাবেন।

Realme GT 2 Vs OnePlus Nord 2 : ক্যামেরা

ফটোগ্রাফির জন্য, রিয়েলমি জিটি ২ ফোনের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১১৯-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ওয়ানপ্লাস নোর্ড ২ ফোনেও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : এফ/১.৮৮), ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) সাপোর্ট সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (অ্যাপারচার : এফ/২.২৫) ও ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। আবার ডিসপ্লের উপরিভাগে থাকা পাঞ্চ হোল কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 সেলফি ক্যামেরা দেখা যাবে।

Realme GT 2 Vs OnePlus Nord 2 : ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য, রিয়েলমি জিটি ২ স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৫ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে।

ওয়ানপ্লাস নর্ড ২ ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য, ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৬৫ ওয়াট র‍্যাপ চার্জ সাপোর্ট করে।

Realme GT 2 Vs OnePlus Nord 2 : দাম

রিয়েলমি জিটি ২ স্মার্টফোনকে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৪,৯৯৯ টাকা। আর, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনের বিক্রয় মূল্য থাকছে ৩৮,৯৯৯ টাকা। এটিকে তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে – পেপার গ্রিন, পেপার হোয়াইট এবং স্টিল ব্ল্যাক।

ওয়ানপ্লাস নর্ড ২ তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে ভারতে লঞ্চ হয়েছিল। সেক্ষেত্রে, ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২৭,৯৯৯ টাকা, ২৯,৯৯৯ টাকা ও ৩৪,৯৯৯ টাকা ধার্য করা হয়েছিল। ওয়ানপ্লাসের এই হ্যান্ডসেটটি তিনটি কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ – ব্লু হেজ, গ্রে সিয়ারা এবং গ্রীন উডস।