Shopping site: অনলাইনে কেনাকাটা করেন? বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০টি শপিং সাইটের নাম জেনে নিন

আজকের দিনে দাঁড়িয়ে অনলাইন কেনাকাটার উপরে আস্থা রাখেন না, এমন মানুষ সত্যিই বিরল। আমাদের চোখের সামনে প্রতিনিয়ত অনলাইন কেনাকাটার জনপ্রিয়তা বাড়ছে যা কোনমতেই অস্বীকার করার উপায় নেই। তাছাড়া বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে এভাবে পণ্য ক্রয়ের প্রবণতা আরো বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহের জন্য মানুষ যে এখন বিভিন্ন অনলাইন শপিং প্ল্যাটফর্মের উপরে নির্ভরশীল, সেই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। ফলে এই পরিস্থিতিতে অন্তর্জালের দুনিয়ায় বিরাজমান একাধিক অনলাইন শপিং প্ল্যাটফর্মের মধ্যে কারা সবথেকে বেশি ক্রেতা আকর্ষণের ক্ষমতা রাখেন তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বছর শেষের মুখে দাঁড়িয়ে Cloudfare নামক একটি ক্লাউড পরিষেবা সরবরাহকারী ফার্ম আমাদের সেই প্রশ্নের উত্তর দিতে সচেষ্ট হয়েছে। সমীক্ষার মধ্যে দিয়ে তারা ২০২১ সালের সবথেকে জনপ্রিয় দশটি অনলাইন শপিং প্ল্যাটফর্মের নাম তুলে এনেছে। সারা বিশ্বেই এই প্রতিষ্ঠানগুলির ব্যবসা ছড়িয়ে রয়েছে।

Cloudfare -এর সমীক্ষা অনুযায়ী ২০২১ সালে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ১০টি অনলাইন শপিং প্রতিষ্ঠান

১। Amazon.com – আজ্ঞে হ্যাঁ, চলতি বছরে সবথেকে বেশি ক্রেতা আকর্ষণের ফলে ক্লাউডফেয়ারের সমীক্ষায় অ্যামাজনের নাম প্রথম স্থানে উঠে এসেছে।

২। Taobao.com – চীনের আলিবাবা (Alibaba) গোষ্ঠীর মালিকানাধীন এই অনলাইন শপিং প্ল্যাটফর্মে বহু মানুষ কেনাকাটার জন্য ভীড় জমান। ক্লাউডফেয়ারের তালিকায় এই ওয়েবসাইট দ্বিতীয় স্থান অধিকার করেছে।

৩। Ebay.com – অনলাইন শপিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠার সূচনা লগ্ন থেকে জনপ্রিয় এই প্রতিষ্ঠান আলোচ্য তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।

৪। Walmart.com – আমেরিকা ভিত্তিক রিটেল জায়ান্ট ওয়ালমার্টের নাম ক্রেতামহলে বেশ প্রসিদ্ধ। ২০২১ সালে এই প্রতিষ্ঠান জনপ্রিয়তার নিরিখে চতুর্থ স্থানে অবস্থান করেছে।

৫। JD.com – এটিও একটি চীনা ই-কমার্স প্রতিষ্ঠান। জনপ্রিয়তার দিক থেকে এই মুহূর্তে এই প্ল্যাটফর্ম পঞ্চম স্থানে রয়েছে।

৬। Shopify.com – কানাডা ভিত্তিক এই সংস্থা বিশ্বের ষষ্ঠ জনপ্রিয় অনলাইন শপিং গন্তব্য।

৭। Bestbuy.com – ইলেকট্রনিক দ্রব্যের ক্রেতাদের জন্য বেস্টবাই একটি অত্যন্ত ভরসাজনক প্রতিষ্ঠান। ক্লাউডফেয়ারের সমীক্ষায় এটি সপ্তম জনপ্রিয় অনলাইন শপিং ওয়েবসাইট হিসেবে উঠে এসেছে।

৮। Target.com – তালিকায় অষ্টম স্থানে উপস্থিত এই ওয়েবসাইট অনলাইন কেনাকাটায় আগ্রহীদের মধ্যে বিশেষ জনপ্রিয়।

৯। Rakuten – জাপানের এই ই-কমার্স জায়ান্ট বর্তমান তালিকার নবম স্থান অধিকার করেছে।

১০। The Home Depot – এটি একটি আমেরিকা ভিত্তিক রিটেল বিক্রয়কারী প্রতিষ্ঠান। আলোচ্য তালিকায় এটি দশম স্থান দখল করেছে।