Samsung Galaxy S22, Galaxy Tab S8 আগামী 9 ফেব্রুয়ারি লঞ্চ হচ্ছে, ফাঁস হল দাম

সাউথ কোরিয়ান সংস্থা স্যামসাং (Samsung) তাদের গ্রাহক ও ফ্যানদের জন্য প্রত্যেক বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড (Samsung Galaxy Unpacked) ইভেন্টের আয়োজন করে থাকে এবং এই লঞ্চ ইভেন্টে সংস্থার একাধিক নতুন প্রোডাক্ট উন্মোচিত হয়। সংস্থার আকর্ষণীয় প্রোডাক্টের লাইনআপ প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে এই ইভেন্টের জন্য অপেক্ষা করে থাকেন স্যামসাংপ্রেমীরা। যথারীতি এবছরের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যেই স্যামসাংয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আসন্ন ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে Samsung Galaxy Unpacked 2022 এবং এই ইভেন্টেই যে বহু প্রতীক্ষিত Samsung Galaxy S22 স্মার্টফোন সিরিজটি লঞ্চ হবে তাও সম্প্রতি নিশ্চিত করেছে সংস্থা। এখন অনলাইনে Samsung Galaxy Unpacked 2022 ইভেন্টের সময়সূচী ফাঁস হয়েছে এবং এরসাথে লঞ্চের আগেই প্রকাশ্যে এসেছে Samsung Galaxy S22 লাইনআপে থাকা ডিভাইসগুলির দামও।

প্রকাশ্যে এল Samsung Galaxy Unpacked 2022 -এর সময়সূচী

স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ২০২২ লঞ্চ ইভেন্টটি আগামী ৯ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০ ইএসটি (ভারতে সন্ধ্যা ৮:৩০ টা) -এ অনুষ্ঠিত হবে। তথ্যটি একাধিক টিপস্টারের মাধ্যমে উঠে এসেছে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে (Instagram) Samsung Galaxy Unpacked 2022 ইভেন্টের বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যেখান থেকে আসন্ন স্যামসাং ডিভাইসগুলির রিজার্ভেশনের সাইন আপ ফর্মের লিঙ্কটি খোলা যাচ্ছে। ফর্মটি পূরণ করার পর, একটি মেসেজ পপ-আপ করছে, যেখানে বলা হচ্ছে, স্যামসাং ৯ ফেব্রুয়ারি সকাল ১০ টা ইএসটি-এ অফিশিয়াল ওয়েবসাইট Samsung.com-এর মাধ্যমে তাদের উদ্ভাবনী পণ্যের নতুন রেঞ্জটি উন্মোচন করবে।

এ প্রসঙ্গে জানিয়ে রাখি, স্যামসাংয়ের আসন্ন গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে Samsung Galaxy S22 ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপ এবং Samsung Galaxy Tab S8 ফ্ল্যাগশিপ ট্যাবলেট সিরিজের উপর থেকে পর্দা সরানো হবে। বর্তমানে Samsung Galaxy S22, Samsung Galaxy S22+ এবং Samsung Galaxy S22 Ultra স্মার্টফোনগুলির পাশাপাশি আসন্ন Galaxy Tab S8 সিরিজের ট্যাবলেটগুলি প্রি-অর্ডারের জন্য রিজার্ভেশনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে সমস্ত আগ্রহী ক্রেতারা এখনই রিজার্ভেশন করবেন তাদের জন্য কোম্পানি “আর্লি-বার্ড” প্রারম্ভিক ছাড় এবং বোনাস অফার করবে। এছাড়াও সংস্থার তরফে “এক্সক্লুসিভ অফার” -ও দেওয়া হবে বলে জানা গেছে, কিন্তু এই অফারটি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে মনে করা হচ্ছে পূর্বসূরীর মত আসন্ন ডিভাইসগুলির ক্ষেত্রেও ৫০ ডলার (আনুমানিক ৩,৭৩০ টাকা) ক্রেডিট দেওয়া হবে, যা পরবর্তীকালে স্যামসাংয়ের কোনো পণ্য কেনার সময় ব্যবহার করা যাবে।

অন্যদিকে, সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে, টিপস্টার Roland Quantdt ইউরোপিয়ান মার্কেটে আসন্ন Samsung Galaxy S22 সিরিজের দাম প্রকাশ্যে এনেছেন। তার টুইট অনুযায়ী, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ Samsung Galaxy S22 বেস মডেলের দাম হবে ৮৪৯ ইউরো (আনুমানিক ৭১,৬৬০ টাকা) এবং ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ৮৯৯ ইউরো (আনুমানিক ৭৫,৮৮৫ টাকা)। আবার, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ Samsung Galaxy S22 Plus পাওয়া ১,০৪৯ ইউরো (আনুমানিক ৮৮,৫৩০ টাকা)-তে এবং ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির মূল্য রাখা হবে ১,০৯৯ ইউরো (আনুমানিক ৯২,৭৫০ ইউরো)।

https://twitter.com/rquandt/status/1484689280425414661?t=8vAse2dVIVdVMlwh9ULQdQ&s=19

অন্যদিকে, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ সিরিজের প্রিমিয়াম স্মার্টফোন Samsung Galaxy S22 Ultra কিনতে খরচ করতে হবে ১,২৪৯ ইউরো (আনুমানিক ১,০৫,৪১৫ টাকা)। এছাড়া, এই স্মার্টফোনের আরো দুটি ভ্যারিয়েন্ট – ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ও টপ-এন্ড ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মডেল পাওয়া যাবে যথাক্রমে ১৩৪৯ ইউরো (আনুমানিক ১,১৩,৮৭৫ টাকা) ও ১৪৪৯ ইউরো (আনুমানিক ১,২২,৩২৫ টাকা) -তে।

উল্লেখ্য, Samsung Galaxy S22 সিরিজটি অঞ্চলভেদে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট বা সংস্থার নিজস্ব এক্সিনস ২২০০ প্রসেসর সাথে আসবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলিতে সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ থাকবে। এই ফ্ল্যাগশিপ মডেলগুলি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.০ (One UI 4.0) ইউজার ইন্টারফেসে রান করবে। সিরিজের সবচেয়ে প্রিমিয়াম Samsung Galaxy S22 Ultra মডেলে এস পেন (S Pen) স্টাইলাস অন্তর্ভুক্ত থাকবে এবং পাওয়ার ব্যাকআপের জন্য ৪৫ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।