Realme 8i 5G সাপোর্ট ও শক্তিশালী ব্যাটারির সাথে শীঘ্রই বাজারে আসছে

রিয়েলমি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে তারা Realme 8 5G, Realme 8 Pro 5G, এবং Realme 8i ফোন তিনটির ওপর কাজ শুরু করেছে। এরমধ্যে রিয়েলমি ৮ ৫জি ও রিয়েলমি ৮ আই শীঘ্রই ভারতে আসবে বলে জানিয়েছে খোদ কোম্পানির সিইও মাধব শেঠ। গত সপ্তাহে দুটি ফোনের প্রথমটিকে চীনের সার্টিফিকেশন সাইট, TENAA তে দেখা গিয়েছিল। এবার Realme 8i কেও একই সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত করা হল। এখান থেকে ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন সামনে এসেছে

TENAA সার্টিফিকেশন সাইটে রিয়েলমি ৮ আই কে RMX2205 মডেল নম্বর সহ খুঁজে পাওয়া গেছে। ফোনটির সামনের এবং পিছনের ডিজাইন এখানে দেখা গেছে। জানা গেছে ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে সহ আসবে। আবার পিছনে থাকবে ট্রিপল রিয়র ক্যামেরা সেটআপ। যদিও পিছনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। ফলে ফোনটিতে সাইড মাউন্টেড বা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

সার্টিফিকেশন সাইট থেকে আরও জানা গেছে, Realme 8i ফোনটি ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে সহ আসবে। যদিও এর রেজোলিউশন বা প্যানেল সম্পর্কে কিছু জানা যায়নি। ফোনটির ডাইমেনশন হবে ১৫৮.৫ x ৭৩.৩ x ৮.৪ মিমি। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ১১।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৪,০০০ এমএএইচ ব্যাটারি। আবার এতে ডুয়েল সিম ও ৫জি সাপোর্ট করবে।

এছাড়া আপাতত রিয়েলমি ৮ আই এর অন্যান্য স্পেসিফিকেশন অজানা। তবে আশা করা যায় শীঘ্রই এই ফোনকে অন্যান্য সার্টিফিকেশন সাইটেও দেখা যাবে এবং ফোনটি সম্পর্কে আরও তথ্য সামনে আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন