Mi Band X আসছে ৩৬০ ডিগ্রি ফ্লেক্সিবল ডিসপ্লে সহ, ম্যাগনেটের সাহায্য আটকে থাকবে কব্জিতে

স্মার্টফোনের পাশাপাশি Xiaomi-র স্মার্ট ব্যান্ডের (Smart Band) চাহিদাও তুঙ্গে। এই জনপ্রিয়তা ধরে রাখতে চীনা কোম্পানিটি প্রতিবছর অত্যাধুনিক ফিচারের সাথে Mi ও Redmi ব্র্যান্ডের স্মার্ট ব্যান্ড নিয়ে আসে। সেক্ষেত্রে শোনা যাচ্ছে, সংস্থাটি Mi Band X নামের একটি ফিটনেস ব্যান্ডের ওপর কাজ করছে, যেখানে ৩৬০ ডিগ্রি ফ্লেক্সিবল (360-degree flexible) ডিসপ্লে ব্যবহার করা হবে। আবার এতে সাধারণ স্মার্টব্যান্ডের ন্যায় স্ট্র্যাপ বা বাকলের পরিবর্তে থাকবে একটি ম্যাগনেট বা চৌম্বক, যা গ্যাজেটটিকে কব্জিতে আটকে রাখতে সাহায্য করবে। যদিও, এই ভাবনাটি কোনোভাবেই ব্যতিক্রমী বলা যাচ্ছে না! কারণ, ২০১৯ সালে MWC ২০১৯ ইভেন্টে চীনা সংস্থা ZTE এরূপই একটি স্মার্টওয়াচ, Nubia α (Alpha) -কে ৪ ইঞ্চির OLED ফ্লেক্সিবল ডিসপ্লের সাথে লঞ্চ করেছিল। সুতরাং, শাওমির আপকামিং ওয়্যারেবলটিকে Nubia α স্মার্টওয়াচের উন্নততর ভার্সন বলা যেতে পারে।

Mi Band X আসছে ৩৬০ ডিগ্রি ফ্লেক্সিবল ডিসপ্লে সহ

এমআই ব্যান্ড এক্স সম্পর্কিত এই তথ্যগুলি চীনা মাইক্রোব্লগিং সাইট Weibo -তে একজন টিপস্টার শেয়ার করেছেন। তার পোস্টে দুটি ছবি দেখা গেছে। যার মধ্যে প্রথম ছবিতে এক ব্যক্তিকে এমআই ব্যান্ড এক্স-এর ৩৬০ ডিগ্রি ডিসপ্লের বর্ণনা দিতে দেখা যাচ্ছে। আর দ্বিতীয় ছবিতে, এক ব্যক্তিকে হাতে ট্রান্সপারেন্ট কালারের এমআই ব্যান্ড এক্স-কে পরে থাকতে দেখা গেছে। এই ছবিতে দেখা যাচ্ছে, আপকামিং এই ফিটনেস ব্যান্ডের ডিসপ্লের উপরি ভাগে একটি ক্যামেরা সেন্সর এবং নিচে একটি বাটন থাকতে পারে। টিপ্সটারের দাবি, ওয়্যারেবলটির ডিসপ্লে স্ক্রোলযোগ্য হবে।

Mi Band X 360 degree flexible display

আগেই বলেছিলাম, Mi Band X-এর অবয়বটি Nubia α (Alpha) ওয়্যারেবলের ন্যায়। সেক্ষেত্রে, ডিভাইস দুটির ফিচারেও মধ্যেও কিছু সদৃশতা দেখা যেতেই পারে। জানিয়ে রাখি, Nubia α (Alpha)-কে ৯৬০x১৯২ পিক্সেল রেজোলিউশন যুক্ত ৪ ইঞ্চির ফ্লেক্সিবল OLED ডিসপ্লে, একটি সাইড ক্যামেরা এবং ই-সিম সাপোর্ট সহ নিয়ে আসা হয়েছিল। সাথে জেডটিই দাবি করেছিল যে, তাদের এই স্মার্টওয়াচটিতে স্ট্যান্ডার্ড ওয়াচের তুলনায় ২৩০% অধিক স্ক্রিন রিয়েল এস্টেট (স্ক্রিন স্পেস) আছে। আবার একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অধিকাংশ ফিচারই এটিতে দেখা যাবে।

প্রসঙ্গত, চলতি বছরের প্রথমার্ধে শাওমি, ১.৫৬ ইঞ্চি (১৫২x৪৮৬ পিক্সেল রেজোলিউশন) AMOLED টাচ-স্ক্রিন ডিসপ্লে এবং ব্লুটুথ ৫ সাপোর্টের সাথে Mi Smart Band 6 লঞ্চ করেছিল। এতে ৩০টি স্পোর্টস মোড সমর্থন করে এবং স্মার্ট ব্যান্ডটি ওয়াকিং, রানিং, ইনডোর ট্রেডমিল, সাইকেলিং সহ মোট ৬টি অ্যাক্টিভিটিকে অটো-ডিটেক্ট করতে পারে। এছাড়া, ওয়্যারেবলটি, ২৪x৭ ব্লাড প্রেসার, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (SpO2) এবং হার্ট-রেট মনিটর করতে সক্ষম। পাশাপাশি স্লীপ ট্র্যাকিং ফিচারও পাওয়া যাবে এতে। আবার ব্যাটারি লাইফের কথা বললে, এমআই স্মার্ট ব্যান্ড ৬ -এ ১২৫ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা একটানা ১৪ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করে। আর এটি ফুল-চার্জ হতে সময়ে নেয় প্রায় ২ ঘন্টা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন