JioMotive (2023): গাড়ি চুরি হতে দেবে না Jio-র এই ছোট্ট ডিভাইস, একবছর বিনামূল্যে পাবেন পরিষেবা

ভারতের প্রথমসারির টেলিকমিনিকেশন সংস্থা Jio মূলত সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্যাকেজ ও মোবাইল নিয়ে আসার জন্য জনপ্রিয়। কিন্তু এবার সংস্থাটি একটি সস্তার ভেহিকেল ৪জি জিপিএস ট্র্যাকার লঞ্চ করে তাক লাগিয়ে দিল দেশবাসীকে। JioMotive (2023) নামে এই ডিভাইসটিকে গাড়িতে লাগিয়ে রাখা যাবে। এরপর ৪জি জিপিএস ট্র্যাকার, রিয়েল-টাইম লোকেশন ট্র্যাকিং, জিও-ফেন্সিং (Geo-Fencing), টাইম ফেন্সিং (Time Fencing), অ্যান্টি-টো, থেফট অ্যালার্ট, অ্যাক্সিডেন্ট ডিটেকশন এবং ওয়াই-ফাই হটস্পট -এর মতো বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। সর্বোপরি গাড়ির অভ্যন্তরীণ অবস্থা কিরকম সেই সম্পর্কেও জানান দেবে এই ক্ষুদ্রাকার জিপিএস ডিভাইসটি। চলুন JioMotive (2023) -এর দাম এবং বিশেষত্ব সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে JioMotive (2023) এর দাম এবং লভ্যতা

ভারতে জিওমোটিভ (২০২৩) -এর দাম মাত্র ৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। আগ্রহীরা এটিকে – সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Jio.com) -এর পাশাপাশি রিলায়েন্স ডিজিটাল ওয়েবসাইট এবং জনপ্রিয় শপিং প্লাটফর্ম অ্যামাজন (Amazon) -এর মাধ্যমেও কিনে নিতে পারবেন। এছাড়া সংস্থার অন্যান্য পার্টনার রিটেল আউটলেটেও এই ডিভাইসটি উপলব্ধ।

প্রসঙ্গত, সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, ক্রেতারা প্রথম বছর বিনামূল্যে সাবস্ক্রিপশনের সুবিধা পেয়ে যাবেন। তবে বৈধতাকাল পেরিয়ে যাওয়ার পর সাবস্ক্রিপশন চালু রাখতে বছর প্রতি ৫৯৯ টাকা খরচ করতে হবে।

JioMotive (2023) এর বিশেষত্ব

  • প্লাগ-অ্যান্ড-প্লে ডিভাইস : জিওমোটিভ (২০২৩) হল একটি প্লাগ-অ্যান্ড-প্লে ডিভাইস, যা যেকোনো গাড়ির OBD-II পোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই পোর্টটি সাধারণত প্রায় প্রত্যেকটি গাড়ির স্টিয়ারিং হুইলের নীচে অবস্থান করে। ডিভাইসটি কেনার পর এর ইনস্টলেশন করার জন্য কোনো টেকনিশিয়ানের প্রয়োজন পড়বে না। বরং আপনারা নিজেই এটি সহজে প্লাগ-ইন করতে পারবেন।
  • রিয়েলটাইম ভেহিকেল ট্র্যাকিং: জিওথিংস (JioThings) অ্যাপের সাহায্যে মালিকেরা নিজেদের গাড়ির অবস্থান ২৪×৭ ট্রাক করতে পারবেন।
  • জিও-ফেন্সিং এবং টাইম-ফেন্সিং : ব্যবহারকারীরা যেকোনো আকারের জিও-ফেন্স তৈরি করতে পারবেন। পাশাপাশি, প্রবেশ ও প্রস্থানের সময় তাৎক্ষণিক সতর্কতাও পেতে সক্ষম হবেন।
  • জিও সিমের সাথে সামঞ্জস্যতা : জিওমোটিভ ডিভাইসটি শুধুমাত্র জিও সিমের সাথেই কাজ করবে। যদিও এর জন্য আপনাদের অতিরিক্ত কোনো সিম কিনতে হবে না। আপনাদের দ্বারা ব্যবহৃত প্রাইমারি জিও স্মার্টফোনের সাথেই জিওমোটিভ প্ল্যান লিংক করা যাবে।
  • যানবাহনের হেলথ মনিটর : ১০০ ডিটিসি (ডায়াগনস্টিক ট্রাবেল কোড) অ্যালার্ট পেলে গাড়ির ইন্টারনাল হেলথ সম্পর্কিত তথ্য জিওথিংস অ্যাপে দেখাবে জিওমোটিভ (২০২৩)।
  • ড্রাইভিং আচরণ বিশ্লেষণ : জিওমোটিভ (২০২৩) জিপিএস ট্র্যাকার ইনস্টল করার পর তা ড্রাইভারের রাইডিং বিশ্লেষণ করে দেখবে এবং এই বিষয়ক তথ্যাদি অ্যাপে প্রদর্শন করবে।
  • অন্যান্য বৈশিষ্ট্য : ইন-কার ওয়াই-ফাই, টোয়িং, স্পিড ট্র্যাকিং, ১০-সেকেন্ড লেটেন্সি, টেম্পারিং এবং অ্যাক্সিডেন্টাল অ্যালার্ট -এর সুবিধা অফার করবে জিওমোটিভ (২০২৩)।