Jio বা Airtel নয়, সবচেয়ে ভালো ভিডিও কলিংয়ের অভিজ্ঞতা দেয় Vi, জানালো ওপেনসিগন্যাল

Vi Offers Best Video Calling Experience: নেটওয়ার্কে বিদ্যমান গ্রাহকবেসের নিরিখে বিচার করলে Reliance Jio বা Airtel-এর তুলনায় Vodafone-Idea যে অনেকটাই পিছিয়ে থাকে, সে কথা আকছার রিপোর্টে ধরা পড়ে। যদিও মাঝে মধ্যে পরিষেবা সরবরাহের ক্ষেত্রে Vodafone-Idea ওরফে Vi, দেশের সেরা টেলিকম অপারেটরগুলিকেও পেছনে ফেলে। সেক্ষেত্রে গত মার্চ মাসে প্রকাশিত ওপেনসিগন্যালের একটি রিপোর্ট বলছে, হালফিল সময়ে ফের এমনই কিছু চমৎকার করেছে Vi! ওই রিপোর্ট অনুযায়ী, দেশের সমস্ত মোবাইল নেটওয়ার্কগুলির মধ্যে Vi সেরা আপলোডের স্পিড সরবরাহ করেছে, যার ফলে এটি গ্রাহকদের সেরা গ্রুপ ভিডিও কলিংয়ের অভিজ্ঞতা দিয়েছে। শুধু তাই নয়, ওয়ার্ল্ড নেটওয়ার্ক স্পিড টেস্টার Ookla-র দাবি এই টেলকোটি শেষ তিনটি ত্রৈমাসিকে সেরা ডাউনলোড স্পিডও সরবরাহ করেছে।

আসলে নেটওয়ার্ক পরিকাঠামোকে ঢেলে সাজাতে বিগত কয়েক মাসে এই প্রাইভেট সংস্থাটি প্রচুর বিনিয়োগ করেছে; এমনকি এটি নিজের 4G পরিষেবার জন্য ব্যবহৃত 3G স্পেকট্রামকে রিফ্রেমও করেছে। সেক্ষেত্রে Vi-এর এই চেষ্টা যে সাফল্যেরই মুখ দেখেছে, এমনটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ওপেনসিগন্যালের তথ্য অনুযায়ী, সেরা গ্রুপ ভিডিও কলিংয়ের অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে Vi-এর প্রাপ্ত ৫৯.২ রেটিং। অন্যদিকে দেশের জনপ্রিয় দুই টেলিকম অপারেটর Airtel এবং Reliance Jio যথাক্রমে ৫৫.১ এবং ৪১.৪ রেটিং পেয়েছে। আবার একইভাবে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড রেটিং পেয়েছে ২২.৫।

সব মিলিয়ে শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর Jio-র স্কোর যে উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে তা আর আলাদা করে বলার কিছু নেই। তবে মুকেশ আম্বানির মালিকানাধীন এই টেলকোটি, সম্প্রতি ভারত জুড়ে নতুন স্পেকট্রাম ব্যবহার করছে বলে শোনা যাচ্ছে, যাতে আশা করা যায় আগামী দিনে তারা ইউজারদের জন্য ডাউনলোড এবং আপলোড স্পিড উন্নত করতে পারে। কিন্তু, Vi যদি এভাবেই নিজের নেটওয়ার্কের কভারেজ উন্নত করতে থাকে, তাহলে তারা যে বাজারে হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধার করে Jio-কে সহজেই টেক্কা দিতে পারবে, তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, ওপেনসিগন্যালের উল্লিখিত প্রতিবেদনটি মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। এক্ষেত্রে রিপোর্টে পরীক্ষার জন্য নির্বাচিত ২১টি দেশের বাজারের মধ্যে, ভারত, সেরা গ্রুপ ভিডিও কলিং অভিজ্ঞতা সরবরাহের ক্ষেত্রে দ্বাদশ অবস্থানে রয়েছে বলে জানা গিয়েছে। একই তালিকায় প্রথম অবস্থানে রয়েছে জাপান, যেখানে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন