চমকে দেবে নতুন Oppo ফোন, আসছে Hasselblad ব্র্যান্ডের ক্যামেরার সাথে

২০২৩ সালে বিশ্ব বাজারে পা রাখবে Oppo -র লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Find X6। আসন্ন এই লাইনআপের অধীনে – স্ট্যান্ডার্ড Find X6 এবং Find X6 Pro আত্মপ্রকাশ করবে মনে আশা করা হচ্ছে। কিন্তু শোনা যাচ্ছে, এই দুটি মডেল ছাড়াও সংস্থাটি বর্তমানে আরেকটি হাই-এন্ড ফ্ল্যাগশিপ ফোনের উপর কাজ করছে, যাতে প্রথমবার Hasselblad ব্র্যান্ডিংয়ের ক্যামেরা দেখা যাবে। যদিও এই ডিভাইসের নাম এখনো জানা যায়নি। উল্লেখ্য, OnePlus এর ফ্ল্যাগশিপ ফোনে এখন Hasselblad ব্র্যান্ডিংয়ের ক্যামেরা থাকছে।

Hasselblad ব্র্যান্ডেড রিয়ার ক্যামেরা সহ স্মার্টফোন আনছে Oppo

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) দাবি করেছেন যে, ওপ্পো তাদের একটি ফোনে হ্যাসেলব্লাড ব্র্যান্ডিংয়ের রিয়ার ক্যামেরা ব্যবহার করবে। টিপস্টারের দাবি অনুসারে – এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে বৃত্তাকার আকৃতির ক্যামেরা মডিউল দেওয়া হবে, যাতে একটি প্রাইমারি সেন্সর, একটি পেরিস্কোপ পোর্ট্রেট সেন্টার-ফোকাস লেন্স এবং একটি ভিডিও লেন্স উপস্থিত থাকতে পারে। আর ফোনটির ক্যামেরা বিভাগকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্যামেরা ব্র্যান্ড হ্যাসেলব্লাড -এর সাথে হাত মিলিয়ে ডেভলপ করা হবে। টিপস্টারের মতানুযায়ী, এটি আগামী বছর আগত ফাইন্ড এক্স৬ (Find X6) সিরিজের সদস্য হতে পারে। যদিও ওপ্পো এখনো এইপ্রকারের কোনো মডেল তৈরির কথা প্রকাশ্যে আনেনি।তাই এইরকম কোনো স্মার্টফোনের অস্তিত্ব আদৌ আছে কিনা তা এখুনি নিশ্চিত ভাবে বলা সম্ভব হচ্ছে না।

Oppo Find X6 সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আগেই বলেছি Oppo Find X6 সিরিজের অধীনে – Find X6 এবং Find X6 Pro মডেল দুটি আনুষ্ঠানিকভাবে আগামী বছর লঞ্চ হবে। যার মধ্যে রেগুলার মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকবে। আর তুলনায় হাই-এন্ড মডেলটি আসবে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটের সাথে।

আবার পূর্ববর্তী কয়েকটি রিপোর্ট অনুসারে, Oppo Find X6 Pro ফোনে ৬.৭-ইঞ্চির ২কে (2K) E6 LTPO OLED ডিসপ্লে দেখা যাবে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক নতুন কালারওএস (ColorOS) কাস্টম স্কিন দ্বারা চালিত হবে। স্মার্টফোনটি ৮ জিবি / ১২ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি / ৫১২ জিবি মেমরি সহ আসতে পারে। ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, এতে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে, যার প্রাইমারি সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX989 (১-ইঞ্চি) হবে। এছাড়া ফাইন্ড এক্স৬ প্রো মডেলে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে।