Car News: খাসা সেফটি, ফিচার্সও ঠাসা, কিন্তু কিনলে বোকামি, কোন গাড়ি বুঝতে পেরেছেন

বর্তমান ভারতের এসইউভি (SUV) গাড়ির বাজারে টাটা নেক্সন (Tata Nexon) এখন অন্যতম জনপ্রিয় মডেল হিসাবে পরিচিত। তবে শুনলে অবাক হবেন প্রথম বাজারে আসার পর সেভাবে দাগ কাটতে পারেনি এটি। তবে ২০২০ সালে ফেসলিফ্ট ভার্সন লঞ্চ হতেই বদলে যায় টাটা নেক্সনের ভাগ্য। জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় রাতারাতি। তবে হালফিলের আধুনিক প্রযুক্তির সাথে তাল মেলাতে গিয়ে কিছুটা পেছনে পড়ে গিয়েছে গাড়িটি। তাই এবারে নতুন মেকওভার সহ প্রচুর অত্যাধুনিক বৈশিষ্ট্য পেতে চলেছে এটি। লঞ্চ হবে শীঘ্রই। এই পরিস্থিতে বর্তমান মডেল কিনলে বোকামি হবে বলেই মত অনেকের।

নতুন Tata Nexon Facelift কেন কিনবেন

Tata Nexon সেই ২০২০ সালে শেষবারের মতো আপডেট পেয়েছিল। এরপর গাড়িটিতে ছোটখাটো ফিচার যোগ করা হয়েছে বটে। নতুন এডিশনেও এসেছে। কিন্তু তা সত্ত্বেও Nexon-এর ভোলবদলের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে উপলব্ধ হচ্ছে। নইলে প্রতিপক্ষদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা মুশকিল। এমনকি এভাবে আরও কিছুদিন চলতে থাকলে, বিক্রিতে প্রভাব দেখা দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তাই এবারে Nexon-এর ফেসলিফ্ট ভার্সন আনতে চলেছে টাটা। গাড়িটি কেনার পরিকল্পনা থাকলে এর নয়া সংস্করণ লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করে যাওয়াই যুক্তিযুক্ত হবে। আর নিতান্তই যদি বাজেট টাইট থাকে এবং অতি সত্বর গাড়ির প্রয়োজন হয় সেক্ষেত্রে আগের মডেলের উপরেই ভরসা করতে হবে।

Tata Nexon Faecelift-এ অতিরিক্ত কোন ফিচার থাকবে

নেক্সনের ফেসলিফ্ট ভার্সন একাধিক আপডেট পেতে চলেছে। অনুমান করা হচ্ছে, Curvv কনসেপ্ট মডেলের মতো ফ্রন্ট ডিজাইন থাকবে এতে । অন্যান্য পরিবর্তনের মধ্যে থাকতে পারে নতুন এলইডি হেডল্যাম্প, নতুন টেল ল্যাম্প এবং সিকুয়েন্শিয়াল ইন্ডিকেটর। কেবিনে দেখা মিলতে পারে বড় ফ্লোটিং ইনফোটেনমেন্ট সিস্টেম সহ নতুন ড্যাশ বোর্ড লেআউট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং টু-স্পোক স্টিয়ারিং হুইল।

জল্পনা চলছে, নেক্সন ফেসলিফ্ট একটি নতুন ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন সমেত হাজির হবে। যদিও ইঞ্জিনটির আউটপুট সম্পর্কে বিস্তারিত কোন তথ্য এখনও জানা যায়নি। আবার গাড়িটির এতদিনকার বড় সমস্যার সমাধানস্বরূপ এতে একটি ডিসিএ গিয়ারবক্স দেওয়া হচ্ছে।

Tata Nexon Facelift – লঞ্চের সময়কাল

Tata Nexon Facelift শীঘ্রই ভারতের বাজারে হাজির হবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। আগস্টে উন্মোচন হলেও দাম ঘোষণা হতে পারে সেপ্টেম্বরে। অর্থাৎ পূজোর আগেই ক্রেতাদের গাড়ি কেনার শখ পূরণ করবে এটি।