মুখের কথায় কন্ট্রোল হবে বিছানা, Xiaomi 8H Milan Smart Electric Bed এর বিশ্ব বাজারে বিক্রি শুরু হল

সময় যত ডিজিটাল হচ্ছে ততই আমাদের পারিপার্শ্বিকে থাকা বস্তুগুলি স্মার্ট হয়ে উঠছে। ফলে, ফোন থেকে শুরু করে কম্পিউটার, টিভি এমনকি ফ্যান এখন স্মার্ট রূপ ধারণ করেছে। ঠিক যেমন, Xiaomi ২০১৯ সালের ডিসেম্বর নাগাদ একটি স্মার্ট ইলেকট্রিক বেড লঞ্চের মাধ্যমে দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিল। তৎকালীন সময় বাজারে পা রাখা Xiaomi 8H Milan Smart Electric Bed নামক স্মার্টবেডটিকে, ক্রাউডফান্ডিং (Crowdfunding) প্রোগ্রামের অধীনে উপলব্ধ করা হয়েছিল। এখন বিশ্ববাজারে এই স্মাৰ্টবেডটির বিক্রয়কার্য শুরু হচ্ছে। আসুন শাওমি ৮এইচ মিলান স্মার্ট ইলেকট্রিক বেডটির দাম ও ফিচারগুলিকে এবার একঝলকে দেখে নেওয়া যাক।

Xiaomi 8H Milan Smart Electric Bed দাম

স্মার্ট কনজিউমিং প্রোডাক্ট নির্মাণকারী সংস্থা শাওমি তাদের ৮এইচ মিলান স্মার্ট ইলেকট্রিক বেডটিকে ৫,৩৯৯ ইউয়ান বা প্রায় ৬২,০০০ টাকায় লঞ্চ করেছিল। এটিকে ৪টি কালার অপশনের সাথে পাওয়া যাবে।

Xiaomi 8H Milan Smart Electric Bed স্পেসিফিকেশন

এবার আসা যাক শাওমি দ্বারা লঞ্চ করা ৮এইচ মিলান স্মার্ট ইলেকট্রিক বেডটির বিশেষত্বের প্রসঙ্গে। এটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে, সেরা কন্ট্রোল, সেরা কমফোর্ট এবং যথাযথ আরামের সাথে স্বস্তিতে ঘুমোতে পারেন ইউজাররা। বেডটির ফ্রেমের কাঠামো এবং টেক্সচারকে সুসংহত করার জন্য, এটিকে গ্লাস ফাইবার এবং অ্যালয় স্টিল মেটেরিয়াল সহযোগে তৈরী করা হয়েছে। শাওমি জানিয়েছে, তাদের এই ইলেকট্রিক বেডটি ১,০০০ কিলোগ্রাম পর্যন্ত ভার বহন করতে সক্ষম। তদুপরি, ইউজাররা যাতে আয়েস করে শুতে বা ঘুমোতে পারেন তার জন্য এই স্মার্টবেডটিতে ৫টি ভিন্ন প্রকারের কমফোর্ট মোড দেওয়া হয়েছে। এগুলি হলো, রিডিং মোড (Reading Mode), অ্যান্টি-স্নোরিং মোড (Anti-Snoring Mode), টিভি মোড (TV Mode), ফ্ল্যাট লায়িং মোড (FLAT Lying Mode) এবং জিরো গ্র্যাভিটি মোড ( Zero Gravity Mode)। এছাড়া, এই ডিভাইসটিতে অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট সহ হাই-এন্ড ডুয়াল মোটর আছে, ইউজাররা নিজেদের চাহিদা অনুযায়ী এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

সর্বোপরি, অন্যান্য স্মার্ট গ্যাজেটের ন্যায় শাওমির এই ইলেকট্রিক বেডটিতেও ভয়েস কন্ট্রোল ফিচার উপলব্ধ থাকছে। বেডটিকে মিজিয়া অ্যাপের (Mijia App) সাথে কানেক্ট করে ব্যবহার করা সম্ভব এবং এটিতে সংস্থার নিজেস্ব XiaoAI ভয়েস কন্ট্রোল সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া, বাটন কন্ট্রোলের মাধ্যমেও এটির পজিশনকে পরিবর্তিত করা যাবে। পরিশেষে, স্বাচ্ছন্দ্যের সাথে ঘুমোনোর জন্য স্মাৰ্টবেডটির পেছনের (ব্যাক) ও সামনের (লেগ) অংশকে যথাক্রমে, ০-৬০° এবং ০-৩০° পর্যন্ত অ্যাডজাস্ট করার সুবিধাও রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন