মুখে বললেই কাজ করবে, Fire-Boltt Almighty স্মার্টওয়াচ‌ দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল

ভারতের লিডিং স্মার্টওয়াচ ব্র্যান্ড Fire-Boltt সম্প্রতি তাদের নতুন দুটি স্মার্টওয়াচ, Fire-Boltt Ninja 2 এবং Fire-Boltt AI বাজারে এনেছিল। এবার সংস্থাটি লঞ্চ করল নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Fire-Boltt Almighty। নয়া এই স্মার্টওয়াচটি অ্যামোলেড ডিসপ্লে, ব্লুটুথ কলিং ফিচার, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, হেলথ স্যুট এবং ১০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপের সাথে এসেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক Fire-Boltt Almighty -এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fire-Boltt Almighty-এর দাম ও লভ্যতা

ফায়ার বোল্ট অলমাইটি স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ৪,৯৯৯ টাকা। আগামী ২৯ ডিসেম্বর বেলা বারোটা থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এর সেল শুরু হচ্ছে। ব্ল্যাক, ব্রাউন, ব্লু, ব্রাউন এন্ড ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক এবং অরেঞ্জ কালার অপশনে স্মার্টওয়াচটি উপলব্ধ।

Fire-Boltt Almighty-এর ফিচার ও স্পেসিফিকেশন

প্রথমেই শুরু করা যাক এর ডিসপ্লে দিয়ে। ফায়ার বোল্ট অলমাইটি স্মার্টওয়াচটি ১.৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজিলিউশন ৪৫৪ x ৪৫৪ পিক্সেল। কুইক নেভিগেশনের জন্য গোলাকৃতির এই ডিসপ্লেতে রয়েছে দুটি বাটন। এছাড়া এই আধুনিক ঘড়িতে দেওয়া হয়েছে লেদার স্ট্র্যাপ। এখানে বলে রাখি, ক্লাসিক ওয়াচের মতো এই স্মার্টওয়াচটি ৬০, ১৫, ৩০ এবং ৪৫ মার্কের সাথে এসেছে।

নয়া স্মার্টওয়াচটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, এর ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা মুখ দিয়ে কোনো কমেন্ট করলে সেগুলি বুঝে নেবে স্মার্টওয়াচটি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ব্যবহারকারীরা যদি বলেন ‘আজকের আবহাওয়া কি?’, ‘মিউজিক চালাও’, ‘এলার্ম সেট করো’ কিংবা ‘বলিউড গান বাজাও’ তাহলে ব্যবহারকারীর ভয়েস শুনেই স্মার্টওয়াচটি সেই কাজ করবে। তবে এটি গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যালেক্সা দ্বারা পরিচালিত নয়, এটি সম্পূর্ণভাবে সংস্থার নিজস্ব কাস্টম ভয়েস অ্যাসিস্ট্যান্ট।

নবাগত এই স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, এটি একবার চার্জে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে এবং ২০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে।স্মার্টওয়াচটিতে ব্লুটুথ কলিং ফিচার, বিল্ড ইন মাইক এবং কথা বলার জন্য স্পিকার উপলব্ধ। এছাড়া ব্যবহারকারীরা ঘড়িটিতে স্মার্টফোনের মতই সেভ কন্টাক্ট, কুইক ডায়াল প্যাড এবং কল হিস্ট্রি দেখতে পাবেন।

উপরোক্ত বিষয়গুলো ছাড়াও Fire-Boltt Almighty স্মার্টওয়াচটিতে যুক্ত হয়েছে স্বাস্থ্যসংক্রান্ত একাধিক ফিচার। যেমন হার্ট রেট সেন্সর, Spo2 মনিটর এবং একাধিক স্পোর্টস মোড। এটি আইপি৬৭ রেটিং প্রাপ্ত হওয়ায় জল এবং ধুলো থেকে সুরক্ষা দেবে। ঘড়িটির আরেকটি স্মার্ট ফিচার হল, এটি যে স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকবে, তার অ্যাপ নোটিফিকেশন জানাবে। এছাড়া এতে ২০০টি ক্লাউড বেস ওয়াচফেস, ক্যামেরা কন্ট্রোল, মিউজিক কন্ট্রোল, সিডেন্টারি রিমাইন্ডার, অ্যালার্ম এবং ব্রাইটনেস কন্ট্রোল ফিচার উপলব্ধ।