iPhone ব্যবহারকারীদের জন্য সুখবর, iOS 26-এর পাবলিক বিটা এই সপ্তাহেই আসছে

Apple গত জুন মাসে WWDC 2025 ইভেন্টে iOS 26 অপারেটিং সিস্টেমের ঘোষণা করেছিল। ইতিমধ্যেই এর কয়েকটি ডেভেলপার বিটা ভার্সন রোলআউট হয়েছে। এই ভার্সনগুলিতে নতুন নতুন ফিচার পরীক্ষা করছে কোম্পানিটি এবং সেগুলি নিয়ে মতামত দিতে পারছে ডেভেলপাররা। কিন্তু এখনও পর্যন্ত সাধারণ ব্যবহারকারীদের জন্য পাবলিক বিটা ভার্সন আসেনি। তবে রিপোর্ট অনুযায়ী, খুব সম্ভবত এই সপ্তাহেই iOS 26-এর পাবলিক বিটা ভার্সন রিলিজ হতে পারে।
iOS 26 চলতি সপ্তাহে আসতে পারে
ব্লুমবার্গ-এর জনপ্রিয় সাংবাদিক মার্ক গারম্যান তার ‘পাওয়ার অন’ নিউজলেটারের প্রশ্ন ও উত্তর বিভাগে জানিয়েছেন, এই সপ্তাহেই iOS 26 পাবলিক বিটা ভার্সন রোলআউট হতে চলেছে। যদিও এবছর অ্যাপল কিছুটা দেরিতে বিটা আপডেট আনছে। অন্যান্য অপারেটিং সিস্টেমের বিটা ভার্সন এর আগে চলে এসেছিল।
উল্লেখ্য, iOS 18-এর প্রথম পাবলিক বিটা গত বছর জুলাইয়ের মাঝামাঝি সময়েই চলে এসেছিল। আর iOS 17 ও তার আগের ভার্সনগুলির ক্ষেত্রেও একই টাইমলাইন অনুসরণ করেছিল অ্যাপল।
লিকুইড গ্লাস ইউআই সহ আসবে iOS 26
গারম্যানের মতে, আইওএস ২৬ অপারেটিং সিস্টেমে বড়সড় আপগ্রেড দেখা যাবে, যার মধ্যে অন্যতম হল নতুন লিকুইড গ্লাস ইউআই (Liquid Glass UI)। এই নতুন ইন্টারফেসের জন্যেই অ্যাপল কিছুটা বেশি সময় নিচ্ছে বলে মনে হচ্ছে। যদিও পাবলিক বিটা দেরিতে আসার অর্থ এই নয় যে ফাইনাল ভার্সনও পরে আসবে। আপাতত যা খবর, আইওএস ২৬-এর পাবলিক বিটা ও চতুর্থ ডেভেলপার বিটা একসঙ্গে রিলিজ হবে।
iOS 26 ভার্সন কীভাবে ডাউনলোড করবেন
বেশিরভাগ আইফোনই iOS 26 আপডেট পাবে। এই আপডেট এলে ফোনের Settings > General > Software Update > Beta Updates-এ গিয়ে Public Beta বেছে নিয়ে ‘Download and Install’ অপশন বেছে নিতে হবে।