Leica Leitz Phone 1 দুর্ধর্ষ ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে Snapdragon 888 প্রসেসর

ক্যামেরা সেন্সরের জন্য সুখ্যাতি তো ছিলই সেইসঙ্গে এবার নিজস্ব স্মার্টফোন এনে লেইকা (Leica) বড়সড় চমক দিল। হুয়াওয়ের (Huawei) সাথে লেইকা দীর্ঘদিন ধরে যৌথ উদ্যোগে স্মার্টফোনের ক্যামেরা উন্নত করে তোলার কাজ করেছে। Leica সেই অভিজ্ঞতা থেকেই নিজের প্রথম স্মার্টফোন Leitz Phone 1 বাজারে আনলো। সফটব্যাঙ্ক এক্সক্লুসিভ ডিভাইস হিসেবে Leitz Phone 1 আপাতত জাপানের স্মার্টফোন মার্কেটে পা রেখেছে।

Leica Leitz Phone 1 স্পেসিফিকেশন

জাপানে এক্সক্লুসিভ লঞ্চ হওয়া Sharp Aquos R6 স্মার্টফোনের সাথে Leica Leitz Phone 1 এর বেশ সাদৃশ্য রয়েছে। অনেকে আবার বলছেন, এই ফোনটিকেই Leica রিব্যাজড করেছে। যাই হোক, Leitz Phone 1 স্মার্টফোনটি ৬.৬ ইঞ্চি IGZO OLED ডিসপ্লে সহ এসেছে, যা ২৩৭০x১৬০০ পিক্সেল রেজোলিউশন ও ২৪০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট অফার করবে। কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৮৮ ফোনে ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।

Leica Leitz Phone 1-এর অন্যতম হাইলাইট হল,স্মার্টফোনে ব্যবহৃত সাইজের সবচেয়ে বড় ইমেজিং সেন্সর(১-ইঞ্চি)। যা আসলে এফ/১.৯ অ্যাপারচার এবং ১৯ মিমির সমতুল্য ফোকাল লেন্থ সহ ২০ মেগাপিক্সেল ক্যামেরা। সংখ্যায় মোটেও যাবেন না, ক্যামেরার সংখ্যা কম থাকলেও ফোনে দুর্ধর্ষ ছবি উঠবে। ফোনের সামনে রয়েছে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Leica Leitz Phone 1-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১১ সহ কোম্পানির নিজের কাস্টম ইউজার ইন্টারফেসে ফোনটি রান করবে। IP68 রেটিং থাকায় ফোনটি ওয়াটার রেজিসট্যান্ট।

Leica Leitz Phone 1 দাম

জাপানে Leica Leitz Phone 1 এর দাম ১,৮৭,৯২০ ইয়েন ধার্য করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,২৬,৪৭৬ টাকা। কাল থেকেই ফোনটির প্রি-অর্ডার শুরু হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন