টপ গিয়ারে মাহিন্দ্রা স্করপিও, বিক্রির নিরিখে হারিয়ে দিল হুন্ডাই ক্রেটার মতো বাহুবলীকেও!

বিগত কয়েক মাসে এসইউভি বিক্রিতে নিজের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে Mahindra। উৎসবের মরসুমেও করেছে ঝড়ো ব্যাটিং। দীপাবলি ও ধনতেরাসে সংস্থার বেচাকেনায় ব্যাপক উত্থান ঘটেছে সংস্থার। টপ গিয়ারে ছুটছে Scorpio সিরিজ। বিক্রির নিরিখে বর্তমানে তাদের সেরা মডেল এটাই। হারিয়ে দিয়েছে Hyundai Creta, Kia Seltos, এবং Hyundai Venue-এর মতো শক্ত প্রতিপক্ষকেও। চলুন দেখে নিই, নভেম্বরে মাহিন্দ্রার কোন তিন SUV সর্বাধিক বিক্রিত হল।

Mahindra XUV700

ফ্ল্যাগশিপ মডেল Mahindra XUV700 পাঁচ ও সাত আসন সংখ্যায় বেছে নেওয়া যায়। এতে আছে গুচ্ছের প্রযুক্তি এবং অ্যাডাস (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম) ফিচার। উত্তরসূরী XUV500-এর জায়গায় বাজারে আসা XUV700 নভেম্বরে ৭,২২১ ইউনিট বিক্রি হয়েছে। আগের বছরের ওই সময়ে বেচাকেনার পরিমাণ ৫,৭০১ ইউনিট থাকায় এবারের বিক্রি ২৭% বেড়েছে।

Mahindra Bolero

বর্তমানে মাহিন্দ্রার দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গাড়ি হচ্ছে Bolero। এটি সংস্থার বহু পুরনো মডেল। শহরাঞ্চলের মানুষের অতি প্রিয় গাড়ি বোলেরো-র দুটি রেঞ্জ উপলব্ধ – Bolero ও Bolero Neo। আগের মাসে মডেল দুটির ৯,৩৩৩ ইউনিট বেচেছে সংস্থা। যেখানে ২০২২ এর নভেম্বরে বিক্রি হয়েছিল ৭,৯৮৪ ইউনিট। ফলে এক বছরের ব্যবধানে বিক্রি বেড়েছে ১৭%।

Mahindra Scorpio

বিগত বেশ কয়েক বছর ধরে ভারতীয়রা Mahindra Scorpio-র বিক্রম দেখে আসছে। বর্তমানে সংস্থার পোর্টফোলিওতে এটি হচ্ছে সর্বাধিক বিক্রিত মডেল। স্করপিও রেঞ্জে বর্তমান – Scorpio-N ও Classic। এই মডেল দুটি নভেম্বরে সম্মিলিতভাবে১২,১৮৫ ইউনিট বিক্রি হয়েছে, যা আগের বছর ওই সময়ের তুলনায় ৮৯% বেশি।