সস্তায় তুখোড় ফিচার্স, Tecno Phantom V Flip 5G কবে ভারতে আসছে জানিয়ে দিল টিপস্টার

চলতি বছরের চতুর্থ কোয়ার্টারে Tecno Phantom V Flip 5G স্মার্টফোনকে ভারতের বাজারে লঞ্চ করা হবে

হালফিলে Tecno তাদের আসন্ন Pova 5 সিরিজের স্মার্টফোনগুলির ডিজাইন কিরকম হবে তা টিজ করেছিল। পাশাপাশি এই লাইনআপটি একাধিক চিত্তাকর্ষক ফিচার অফার করবে বলেও নিশ্চিত করা হয়। কিন্তু Pova 5 সিরিজ ছাড়াও, সংস্থাটি ভারতের বাজারে আরেকটি উল্লেখযোগ্য হ্যান্ডসেটকে লঞ্চ করতে চলেছে। আসন্ন এই ডিভাইসটি একটি ফোল্ডেবল স্মার্টফোন হবে, যা Tecno Phantom V Flip 5G নামে আসবে। সর্বোপরি, আজ এক প্রখ্যাত টিপস্টারের সৌজন্যে এই ভাঁজযোগ্য ডিভাইসটির লঞ্চের টাইমলাইন ফাঁস হয়েছে।

সুপরিচিত টিপস্টার পারাশ গুগলানি (Paras Guglani) -এর একটি সাম্প্রতিক টুইট অনুসারে, চলতি বছরের চতুর্থ কোয়ার্টারে Tecno Phantom V Flip 5G স্মার্টফোনকে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। আর যেহেতু এতদিন পারাশ দ্বারা শেয়ার করা ‘Tecno’ ব্র্যান্ডের হ্যান্ডসেট সম্পর্কিত প্রত্যেকটি খবর সত্যি প্রমাণিত হয়েছে, সেহেতু এই তথ্যের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে আমরা সন্দেহ প্রকাশ করার অবকাশই পাচ্ছি না।

Tecno Phantom V Flip 5G -এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি স্মার্টফোনে ৬.৭৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৬৪০x১,০৮০ পিক্সেল) ফোল্ডেবল AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আসন্ন এই ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ চিপসেট সহ আসবে, যার সাথে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ পাওয়া যাবে। এই ফোনে অতিরিক্তভাবে আরো ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম ফিচারও সাপোর্ট করবে বলেও কিছু রিপোর্টে দাবি করা হয়েছে। আর সফ্টওয়্যার বিভাগের কথা বিলে, টেকনো ব্র্যান্ডিংয়ের এই আসন্ন ফোল্ডেবল হ্যান্ডসেট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হাইওএস ১৩ (HiOS 13) কাস্টম স্কিনে চলবে।

Tecno Phantom V Flip 5G স্মার্টফোনের পিছনে গোলাকার ক্যামেরা মডিউল বিদ্যমান থাকবে। যার মধ্যে – ৬৪-মেগাপিক্সেল মুখ্য সেন্সর যুক্ত ডুয়াল ক্যামেরা সেটআপ এবং একটি LED ফ্ল্যাশ ইউনিট অবস্থান করবে। আবার ডিভাইসের সামনে থাকা পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ৩২-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যেতে পারে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। পরিশেষে, Tecno Phantom V Flip 5G ফোল্ডেবল ফোনে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে।