Nothing, Infinix-এর পর এবার Meizu 21 সিরিজ আসছে আরজিবি রিং এলইডি লাইটের সাথে, থাকবে পাওয়ারফুল প্রসেসর

Meizu 21 সিরিজটি ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে চালু হতে পারে

চিত্তাকর্ষক ডিজাইনের স্মার্টফোন বাজারে আনার জন্য সুপরিচিত ব্র্যান্ড Meizu বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ সিরিজ, Meizu 21-এর ওপর কাজ করছে বলে জানা গেছে। এই লাইনআপের অধীনে অন্ততপক্ষে Meizu M21 এবং M21 Pro – এই দুটি মডেল আত্মপ্রকাশ করবে বলে আশা করা যায়। তবে লঞ্চের আগেই এখন এক জনপ্রিয় টিপস্টার Meizu 21 সিরিজের লঞ্চ এবং ডিজাইন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

ফাঁস হল Meizu 21 সিরিজের মূল স্পেসিফিকেশন

চীনা ব্র্যান্ড মেইজু তাদের আকর্ষণীয় ডিজাইনের স্মার্টফোনগুলির জন্য খ্যাতি লাভ করেছে। একটি সাম্প্রতিক রিপোর্ট দাবি করা হয়েছে যে, মেইজু ২১ সিরিজের ডিজাইনটি তার পূর্বসূরি মেইজু ২০ লাইনআপের হ্যান্ডসেটগুলির ডিজাইনের একটি পরিমার্জিত সংস্করণ হবে। তবে এখন ডিজিট্যাল চ্যাট স্টেশন তার একটি ওয়েইবো (Weibo) পোস্টে প্রকাশ করেছেন যে, মেইজু ২১ সিরিজের ফোনগুলির রিয়ার ডিজাইনে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে আরজিবি রিং এলইডি ফ্ল্যাশ থাকবে। তবে, এর কার্যকারীতা সম্পর্কে এখনও বিশদে কিছু জানা যায়নি। সম্ভবত, এই এলইডি ফ্ল্যাশটি বিভিন্ন ধরণের নোটিফিকেশনের সংকেত দিতে বিভিন্ন রঙে আলোকিত হতে পারে।

জানিয়ে রাখি, মেইজু ২০ এবং ২০ প্রো-এ কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটটি অন্তর্ভুক্ত রয়েছে। তাই মেইজু ২১ সিরিজে আরও শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (অঘোষিত) প্রসেসরটি থাকবে বলে আশা করা হচ্ছে, যেটিকে অক্টোবর মাসে লঞ্চ করবে কোয়ালকম। অন্যান্য রিপোর্টে দাবি করা হয়েছে যে, মেইজু ২১ এবং মেইজু ২১ প্রো ফ্ল্যাট ডিসপ্লে এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা অফার করবে। প্রো মডেলটিতে একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরাও যুক্ত থাকবে বলে শোনা যাচ্ছে, যা এর ফটোগ্রাফি সিস্টেমকে আরও উন্নত করবে।

এছাড়াও ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, Meizu 21 সিরিজটি তার পূর্বসূরির তুলনায় আগেই বাজারে আত্মপ্রকাশ করবে। প্রসঙ্গত, Meizu 20 সিরিজটি চলতি বছর মার্চ মাসের শেষে উন্মোচন করা হয়েছিল এবং এটি এপ্রিলে কেনার জন্য উপলব্ধ হয়। সেখানে সম্ভাবনা রয়েছে যে Meizu 21 সিরিজটি ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে চালু হতে পারে।