২০ ঘন্টা ব্যাটারি লাইফ সহ Huawei আনলো FreeBuds 4 ইয়ারবাড, আছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট

Huawei তাদের FreeBuds 3 এর উত্তরসূরী হিসাবে বাজারে আনলো FreeBuds 4 TWS ইয়ারবাড। স্টেম-স্টাইল ডিজাইনের এই ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডটি, সংস্থার নিজেস্ব কিরিন এ১ (Kirin A1) প্রসেসর দ্বারা চালবে। শুধু তাই নয়, এতে IPX4 রেটিং, সেমি-ওপেন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, স্মার্ট অডিও কানেকশন এবং টাচ কন্ট্রোলের মতো আকর্ষণীয় ফিচারও থাকছে। তবে এই ইয়ারবাডটির বিশেষত্ব হলো এর ব্যাটারি লাইফ, কোম্পানির তরফে জানানো হয়েছে একক চার্জে এটি ৪ ঘন্টা অবধি প্লেব্যাক টাইম সরবরাহ করবে এবং চার্জিং কেস সহ এটি ২০ ঘন্টা অবধি ব্যাটারি লাইফ অফার করবে। তাহলে আসুন, সদ্য আগত Huawei FreeBuds 4 TWS ইয়ারবাডের দাম ও ফিচার জেনে নিই।

Huawei FreeBuds 4 TWS ইয়ারবাড স্পেসিফিকেশন:

পূর্বসূরি মডেলের ন্যায় ফ্রিবাডস ৪ ইয়ারবাডেও কিরিন এ১ (Kirin A1) প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে থাকছে ব্লুটুথ ভি৫.২ সাপোর্ট, যা একই সাথে দুটি ডিভাইসকে কানেক্ট করতে সক্ষম। এমনকি ব্লুটুথ অন থাকলে, চার্জিং কেস খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কানেক্টেড ডিভাইস দুটি আপনা থেকে পেয়ারিং মোড চলে যাবে। এছাড়া, ইউজাররা অ্যাপ ব্যবহারের মাধ্যমে কানেক্টেড ডিভাইসগুলির মধ্যে ইচ্ছানুসারে স্যুইচও করতে পারবেন। ফ্রিবাডস ৪ ইয়ারবাডে একটি ১৪.৩ মিমি দৈর্ঘ্যের মুভিং কয়েল (coil) ড্রাইভার আছে, যার ফ্রিকোয়েন্সি রেঞ্জ ৪০ কেএইচজেড পর্যন্ত।

সর্বোপরি ইয়ারবাডটি ডুয়াল-মাইক্রোফোন সেমি-ওপেন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ফিচারের সাথে এসেছে। উন্নতমানের ভেন্টিলেশন সিস্টেম যুক্ত এই ফিচারটি, বাইরের লো-ফ্রিকোয়েন্সি নয়েজকে হ্রাস করে মিউজিক শোনার ক্ষেত্রে ইউজারদের ‘রিয়েল লাইফ’ অভিজ্ঞতা প্রদান করবে। এতে রয়েছে একটি টাচ কন্ট্রোল প্যানেল, যার সাহায্যে, মিউজিক ট্র্যাক প্লে (play) বা পজ (pause), ভয়েস কলের উত্তর দেওয়া বা রিজেক্ট করা, ভয়েস অ্যাসিস্টেন্ট ফিচারকে সক্রিয় করা, ভলিউম নিয়ন্ত্রণ করা, এমনকি ANC ফিচারকে অন বা অফ করা যাবে। তদুপরি, এই ইয়ারবাডে তিনটি মাইক্রোফোন সহ ফিউশন কল নয়েজ রিডাকশন (fusion call noise reduction) ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ভয়েস কল এবং অডিও রেকর্ডিং -এর ক্ষেত্রে নয়েজ নিয়ন্ত্রণের মাধ্যমে ‘ক্রিস্টাল ক্লিয়ার’ কোয়ালিটির সাউন্ড সরবরাহ করবে। এতে ওয়ার ডিটেকশন (wear detection) সেন্সরও বর্তমান।

এই TWS ইয়ারবাডগুলিতে, ৩০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি রয়েছে। যা ANC ফিচার অফ থাকলে ৪ ঘন্টা অবধি প্লেব্যাক টাইম এবং ANC ফিচার অন থাকলে ২.৫ ঘন্টার প্লেব্যাক টাইম সরবরাহ করবে। এছাড়া, এর চার্জিং কেসে ৪১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকছে, যা ANC ফিচার অফ থাকলে ২০ ঘন্টা অবধি ব্যাটারি লাইফ অফার করবে। কিন্তু ANC ফিচার যদি অন থাকে তবে, ব্যাটারি লাইফ কমে ১৪ ঘন্টা হয়ে যাবে। হুয়াওয়ের ফ্রিবাডস ৪ ইয়ারবাডটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এটি ১ ঘন্টায় ডিভাইসটিকে ফুল চার্জ করতে সক্ষম। প্রসঙ্গত, ইয়ারবাডটি IPX4 রেটিং প্রাপ্ত, তাই এটি জল রোধী এবং ওজনে মাত্র ৩৮ গ্রাম হওয়ায় এটিকে সর্বক্ষণ সাথে নিয়ে ঘোরাও যাবে।

Huawei FreeBuds 4 TWS ইয়ারবাড দাম:

হুয়াওয়ের ট্রু ওয়্যারলেস স্টেরিও সিরিজের নতুন মডেল, ফ্রিবাডস ৪ ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে, ৯৯৯ ইউয়ান বা আনুমানিক ১১,৬০০ টাকা। এটিকে, সিরামিক হোয়াইট, ফ্রস্ট সিলভার এবং হানি রেড – এই তিনটি রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন