তাগড়াই Dimensity 9200 Plus প্রসেসর দিয়ে বাজারে নতুন ফ্ল্যাগশিপ ফোন আনছে Poco

গত মে মাসে Poco F5 এবং Poco F5 Pro ফ্ল্যাগশিপ ফিচার্স নিয়ে বাজারে এসেখে। স্ট্যান্ডার্ড Poco F5 মডেলটি ভারতে লঞ্চ হলেও, উচ্চতর F5 Pro এদেশে এখনও উপলব্ধ নয়। এদিকে সূত্রের দাবি, শাওমির অধীনস্থ ব্র্যান্ডটি F-সিরিজের নতুন ফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে, যা ফ্ল্যাগশিপ ডিভাইস হিসাবে আসবে।

Poco F সিরিজের ফ্ল্যাগশিপ ফোন শীঘ্রই আসছে বিশ্ববাজারে

গতকাল থাইল্যান্ডের ব্যাংককে পোকো পার্টনারস এসইএ ফোরামে সংস্থার পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট দিয়ে একটি নতুন ফোনের লঞ্চ নিশ্চিত করেছে তারা। যেহেতু সাম্প্রতিককালে লঞ্চ হওয়া বেশিরভাগ পোকো ফোন রেডমি/ শাওমির রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে উপলব্ধ, তাই সম্ভবত আপকিমিং ডিভাইসটিও রেডমি বা শাওমি ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।

জানিয়ে রাখি, রেডমি সম্প্রতি চীনা বাজারে রেডমি কে৬০ আল্ট্রা ফোনটি লঞ্চ করেছে। আরও ভাল ক্যামেরার সাথে এই একই ফোনের একটি টুইকড বা সামান্য পরিবর্তিত সংস্করণ বিশ্ব বাজারে শাওমি ১৩টি প্রো হিসাবে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। খুব সম্ভবত, এই কে৬০ আল্ট্রা-ই পোকো ব্র্যান্ডিং সহ গ্লোবাল মার্কেটে পা রাখবে। পোকো এফ-সিরিজ ফোন হিসাবে বিবেচনা করলে, এর স্পেসিফিকেশনগুলি যথেষ্ট উন্নত। তাই অনুমান করা হচ্ছে, ডিভাইসটি পোকো এফ৫ জিটি নামে বাজারে আসতে পারে। আসুন তাহলে এই নতুন ফোনটি কি কি অফার করতে পারে, তার ধারণা পেতে Redmi K60 Ultra-এর স্পেসিফিকেশনগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক।

Redmi K60 Ultra-এর স্পেসিফিকেশন

Redmi K60 Ultra-এ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল রয়েছে, যা একটি ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। Dimensity 9200 Plus চিপসেট দ্বারা চালিত ফোনটিতে ২৪ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম, ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ পাওয়া যায়। এটি অ্যান্ড্রয়েড ১৩ ওএস ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে চলে এবং এতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

ফটোগ্রাফির জন্য, Redmi K60 Ultra-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট অবস্থান করছে। আর ফোনের সামনে একটি ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi K60 Ultra-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর লঞ্চ হতে চলা Xiaomi 13T Pro মডেলটিতে ক্যামেরা সেটআপ ব্যতীত একই স্পেসিফিকেশন মিলবে বলে মনে করা হচ্ছে। আসন্ন শাওমি ফোনটির রিয়ার প্যানেলে সম্ভবত ৫০ মেগাপিক্সেলের Sony IMX707 প্রধান সেন্সর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সমন্বিত ট্রিপল ক্যামেরা ইউনিট উপস্থিত থাকবে।