কমিউটার মোটরসাইকেল খুঁজছেন? তাও ইলেকট্রিক? লঞ্চ হল Komaki MX3

২০২১ সালটা কোমাকি (Komaki) বেশ ব্যস্ততার সাথে শুরু করেছে৷ মার্চ এখনও শেষ হতে পারেনি, কিন্তু তার মধ্যেই সংস্থাটি দুটি হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার (TN95 ও SE) এবং একটি ইলেকট্রিক মোটরসাইকেল (M5) লঞ্চ করে ফেলেছে। তবে এখানেই শেষ নয়, সংস্থাটি গতকাল তাদের চতুর্থ হাই-স্পিড টু-হুইলার হিসেবে Komaki MX3 ইলেকট্রিক কমিউটার মোটরসাইকেল লঞ্চ করেছে।

Komaki MX3 ডিজাইন ও হার্ডওয়্যার

সাম্প্রতিক সময়ে আমরা যতগুলি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ হতে দেখেছি তার মধ্যে বেশীরভাগই তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে স্পোর্টস বা নেকেড ডিজাইনের সাথে এসেছে। তবে Komaki MX3-তে আদ্যোপান্ত কমিউটার বাইকের ছাপ।

নিতান্তই সাদামাটা স্টাইল কিন্তু রঙচঙে এই ইলেকট্রিক বাইক, নিত্যদিন ব্যবহারের জন্য কমিউটার বাইকের ফর্মুলা মেনে পেয়েছে ১৭ ইঞ্চি অ্যালোয় হুইল, লম্বা সিট, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, টুইন রিয়ার শক অ্যাবজর্ভার, টুইন ডিস্ক ব্রেক। ট্র্যাডিশানাল IC ইঞ্জিনের জায়গায় থাকছে ব্যাটারি প্যাক৷ তবে বেশ লক্ষণীয় বিষয়, কোমাকির এই বৈদ্যুতিক মোটরসাইকেলে সামনের তুলনায় পিছনে আরও বড়ো ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। যা সচরাচর খুব একটা দেখা যায় না।

Komaki MX3 ইলেকট্রিক পাওয়ারট্রেন

কোমাকি এমএক্স৩ ইলেকট্রিক বাইকে কত পাওয়ারের ব্যাটারি ব্যবহৃত হয়েছে তা এখনও জানা যায়নি। তবে কোম্পানি জানিয়েছে, এর রিমুভেবল ব্যাটারি প্যাক ফুল চার্জে ৮৫-১০০ কিমি পথ পাড়ি দিতে পারবে। আবার ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ১-১.৫ ইউনিটের বেশী বিদ্যুত ব্যবহার করবে না। ফলে পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি এটি পকেটবান্ধবও বটে। এর BLDC মোটরের স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়নি, তবে এটি ৩ কিলোওয়াটের হবে বলে আমরা মনে করছি।

Komaki MX3 ফিচার

কোমাকি এমএক্স৩ ইলেকট্রিক মোটরসাইকেলে পাবেন এলইডি হেডল্যাম্প, এলইডি টেললাইট, টার্ন ইন্ডিকেটর। এছাড়াও রয়েছে, সেলফ ডায়াগনস ও রিপেয়ার স্যুইচ, তিনটি স্পিড মোড (স্যুইচ ব্যবহার করে টগল করা যাবে), পার্কিং ও রিভার্স অ্যাসিস্ট, রিজেনারেটিভ ব্রেকিং, ফুল ডিজিটাল এলইডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, বিল্ট-ইন ব্লুটুথ স্পিকার, প্রভৃতি।

Komaki MX3 দাম ও কালার অপশন

কোমাকি MX3 ইলেকট্রিক বাইকটির দাম পড়বে ৯৫,০০০ টাকা (এক্স-শোরুম)। এটি গারনেট রেড, ডিপ ব্লু, ও জেট ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন