Motorola আনছে Nio ফ্ল্যাগশিপ স্মার্টফোন, থাকবে ৬৪ এমপি রিয়ার ও ডুয়েল ফ্রন্ট ক্যামেরা

চলতি বছরের শুরুতেই মোটোরোলা বিশ্ববাজারে একটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করে। Motorola Edge+ নামে আসা এই ফোনে দেওয়া হয়েছিল একাধিক প্রিমিয়াম ফিচার। কিন্তু অত্যন্ত বেশী দাম এবং বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এই ফোনটি বিশেষ জনপ্রিয়তা লাভ করেনি। তাছাড়া টেকদুনিয়ায় ফোনটির যথেষ্ট সমালোচনা হয়। তবে অতীত থেকে শিক্ষা নিয়েই মোটোরোলা আবার একটি প্রিমিয়াম হ্যান্ডসেট লঞ্চ করতে চলেছে খবর। TechnikNews থেকে সংবাদদাতা অ্যাডাম কনওয়ে জানিয়েছেন মোটোরোলার এই আপকামিং ফোনের মডেল নম্বর XT2125। ফোনটি ‘Nio’ কোডনেমের সঙ্গে বাজারে আসতে পারে।মোটোরোলা এজ প্লাসের মতো Motorola Nio ফোনটিতেও স্ন্যাপড্রাগনের লেটেস্ট ৮৬৫ চিপসেট ব্যবহার করা হতে পারে। এছাড়া এই ফোনে থাকবে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও অন্যান্য ফিচার।

Motorola Nio স্মার্টফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Motorola Edge+ স্মার্টফোনটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে সহ বাজারে এসেছিল। যদিও Motorola Nio -র স্ক্রিন সাইজ সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে মোটোরোলার এই ফোনটিও ফুল এইচডি প্লাস ডিসপ্লে সহ প্রকাশ্যে আনা হবে বলে আমাদের ধারণা। ফোনটি ১০৮০ x ২৫২০ পিক্সেলের স্ক্রিন রেজোলিউশনের সাথে বাজারে আসতে পারে। এর ডিসপ্লে রিফ্রেশ রেট হতে পারে ন্যূনতম ৯০ হার্টজ।

মোটোরোলা যে তাদের এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করতে পারে সে কথা আগেই উল্লেখ করেছি। শুরুতে ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। তবে ১২+২৫৬ জিবি স্টোরেজ বিশিষ্ট এর আরো একটি ভ্যারিয়েন্ট পরবর্তীকালে বাজারে আসতে পারে।

ক্যামেরার ক্ষেত্রে Motorola তাদের এই প্রিমিয়াম ফোনের সঙ্গে ৬৪ মেগাপিক্সেলের OV64B প্রাইমারি সেন্সর প্রদান করবে বলে জল্পনা। একইসাথে ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের OV16A10 আলট্রা ওয়াইড অ্যাঙ্গল লেন্স ও ২ মেগাপিক্সেলের OV02B1B ডেপ্থ সেন্সর থাকতে পারে। সেলফির জন্য এতে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এর মধ্যে একটি ১৬ মেগাপিক্সেলের OmniVision OV16A1Q সেন্সর ও অন্যটি ৮ মেগাপিক্সেলের স্যামসাং S5K4H7 আলট্রা ওয়াইড অ্যাঙ্গল লেন্স।

সবশেষে বলতে হয় মোটোরোলা নিও ফোনটিতে অ্যান্ড্রয়েড ১১ নির্ভর অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতে পারে। আমাদের অনুমান আগামী বছরের প্রথম প্রান্তিকে মোটোরোলা তাদের এই নতুন ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনবে।