MG Comet: নাম ঘোষণা হল, শুধু লঞ্চ বাকি, সস্তায় ভারতে আসছে 300 কিমি রেঞ্জের EV

গত বছরই গাড়ি নির্মাণকারী ব্রিটিশ সংস্থা এমজি মোটর (MG Motor)-এর ভারতীয় শাখা তাদের পুচকে কম্প্যাক্ট ইলেকট্রিক গাড়ি লঞ্চের কথা জানিয়েছিল। যেটি আন্তর্জাতিক বাজারে মিনি কার হিসেবে বিক্রিত Wuling Air EV-র উপর ভিত্তি করে আসবে। গাড়িটি শহুরে পথে চলাচলের জন্য আদর্শ। এবারে এর ভারতীয় মডেলটির নাম ঘোষণা করল এমজি। ঐতিহাসিক ব্রিটিশ এয়ারপ্লেনের নামের সাথে মিল রেখে এর নামকরণ করা হয়েছে – কমেট (Comet)। এয়ারপ্লেনটি ১৯৩৪ সালে ‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাকরবার্টসন এয়ার রেস’-এ অংশগ্রহণ করেছিল। সংস্থার দাবি, কমেট হতে চলেছে ভারতের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ব্যাটারি চালিত গাড়ি। সামনের মাসেই বাজারে হাজির হবে MG Comet

MG Comet ও বিশ্ববাজারে বিক্রিত Wuling Air EV-এর তুলনা

আন্তর্জাতিক ভার্সনের সাথে এমজি কমেট-এর আকার আকৃতিতে মিল থাকবে বলেই অনুমান করা হচ্ছে। উল্লেখ্য, Wuling Air EV-র দৈর্ঘ্য ৩ মিটারের চাইতেও কম। এতে রয়েছে ২ মিটার হুইলবেস। কম্প্যাক্ট আকার দেখে এটি স্পষ্ট যে গাড়িটি কেবলমাত্র শহরের রাস্তায় চলাচলের উপযুক্ত মডেল হিসেবে আসবে। সংস্থা জানিয়েছে গাড়িটি যাত্রীদের দৃঢ় পারফরম্যান্স দেওয়ার পাশাপাশি চলার খরচের জন্য পকেটে টান ধরাবে না।

MG Comet ব্যাটারি, রেঞ্জ ও মোটর

এমজি কমেটের বিশ্ববাজারে মডেল Wuling Air EV দুই ধরনের ব্যাটারির বিকল্পে বিক্রি করা হয় – একটি ১৭.৩ কিলোওয়াট আওয়ার এবং একটি ২৬.৭ কিলোওয়াট আওয়ার। বড় ব্যাটারির মডেলটি থেকে ৩০০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়। যেখানে ছোট ব্যাটারির মডেলটি সিঙ্গেল চার্জে ২০০ কিলোমিটার পথ ছোট। এতে উপস্থিত ইলেকট্রিক মোটরের আউটপুট ৪১ পিএস।

MG Comet ফিচার্স

কম্প্যাক্ট ডাইমেনশনের MG Comet অত্যাধুনিক ফিচারে ঠাসা হয়ে আসবে বলেই ধারণা। এতে দেখা মিলতে পারে দুটি ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন। একটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং অপরটি ইনফোটেনমেন্ট সিস্টেম হিসেবে ব্যবহৃত হবে।

ফিচারের তালিকায় থাকতে পারে ফক্স লেদার আপহোলস্টেরি, কানেক্টেড কার টেকনোলজি, স্টিয়ারিং মাউন্টেড অডিও ও টেলিফোন কন্ট্রোল, ক্লাইমেট কন্ট্রোল এবং কিলেস এন্ট্রি। সুরক্ষাজনিত ফিচার হিসাবে দেওয়া হতে পারে, ডুয়েল এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস এবং রিয়ার পার্কিং ক্যামেরা।