Maruti Suzuki Celerio: আজ থেকে শুরু হল নতুন মারুতি সুজুকি সেলেরিও-র বুকিং

খুব শীঘ্রই Maruti Suzuki Celerio সম্পূর্ণ নতুন অবতারে ভারতের বাজারে লঞ্চ হবে। গত সেপ্টেম্বর মাসেই গাড়িটি বাজারে আনার কথা প্রথম জানিয়েছিল সংস্থাটি। আজ থেকে এর প্রি-বুকিং নেওয়া শুরু হয়েছে। ১১,০০০ টাকার বিনিময়ে বুকিং করা যাচ্ছে গাড়িটি। নয়া ভার্সনের Celerio বেশ কিছু নতুন ফিচার, এক্সটেরিয়র ডিজাইনের সাথে আসতে পারে। নতুন ভার্সনে আসন্ন গাড়িটির ফিচার, ডিজাইন, ইঞ্জিন ও দাম সম্পর্কে আলোচনা করা হল।

New Maruti Suzuki Celerio ফিচার

নতুন ভার্সনের মারুতি সুজুকি সেলেরিও-র ফিচার সম্পর্কে বিশেষ কোনো তথ্য সামনে আসেনি। তবে পুরোনো মডেলের তুলনায় অধিক ফিচার, সুরক্ষা ও সুযোগ-সুবিধা থাকবে বলেই আশা করা যাচ্ছে।

New Maruti Suzuki Celerio ডিজাইন আপডেট

নতুন মারুতি সুজুকি সেলেরিও সামনে ক্রোম অ্যাসেন্ট যুক্ত স্পোর্টি লুকের গ্রিল থাকতে পারে। বাইরের বডি প্যানেলে ক্যারেক্টার লাইন যোগ করার সাথে এর হেডল্যাম্পটি আপডেট করা হয়েছে। একথায় আগের তুলনায় গাড়িটির ডিজাইন আরো চমকদার করা হয়েছে।

New Maruti Suzuki Celerio ইঞ্জিন

নয়া ভার্সনের গাড়িটি পরবর্তী প্রজন্মের কে-সিরিজ (K-Series) ডুয়েল-জেট (dual-jet), ডুয়েল-ভিভিটি (dual-VVT) প্রযুক্তির ইঞ্জিন সহ আসতে পারে। এছাড়াও এতে থাকতে পারে আইডেল স্টার্ট-স্টপ ফিচার, যা গাড়িটির মাইলেজ বাড়াতে সহায়তা করবে। ইঞ্জিনটির পাওয়ার এবং টর্ক সম্পর্কে তথ্য জানায়নি সংস্থাটি।

প্রসঙ্গত, এ বছর ভারতের বাজারে নয়া ভার্সনে সুইফ্ট (Swift) আনার পর এটাই হতে চলেছে সংস্থার দ্বিতীয় নতুন ভার্সনের গাড়ি। বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর চিপের ঘাটতির মধ্যেও নিজেদের বিক্রি বাড়াতেই এই পদক্ষেপ। দেশে লকডাউন চলাকালীন ছোট গাড়ির সেগমেন্টে সেলেরিও-র বিক্রি ছিল আশানুরূপ। এ প্রসঙ্গে মারুতি সুজুকি-র এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং এবং সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব বলেছেন, “সম্পূর্ণ নতুন পেট্রোল ইঞ্জিন, প্রাণবন্ত এবং স্টাইলিশ ডিজাইন সহ সেগমেন্টের প্রথম অলরাউন্ডার ফিচার গাড়ি হল সেলেরিও। নতুন ভার্সনের গাড়িটি আরো একবার এই সেগমেন্টে সাড়া ফেলবে বলেই আমদের বিশ্বাস।”