এক চার্জেই 300 কিমি, দুর্দান্ত সেফটি ফিচার্সের সঙ্গে লঞ্চ হল নতুন Komaki Venice ই-স্কুটার

আজকালকার দিনের প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে প্রতিনিয়ত প্রয়োজন আপগ্রেডেশনের। এই নীতিকে অনুসরণ করেই বাজারে নিজেদের ইলেকট্রিক স্কুটার Venice এর আপডেটেড ভার্সন লঞ্চ করল Komaki। এই উন্নত সংস্করণের দাম শুরু হচ্ছে ১,৬৭,৫০০ টাকা থেকে। নয়া ভার্সনে বেশ কিছু নতুন সেফটি ফিচার যুক্ত হওয়ার পাশাপাশি বদল এসেছে ব্যাটারিতেও। এখন থেকে এই স্কুটারে লিথিয়াম আয়রন ফসফেট (LiFePO4) ব্যাটারি ব্যবহার করা হবে। এমনকি এই বিশেষ স্মার্ট ব্যাটারি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এই ব্যাটারি স্কুটারের ভেতর থেকে খুলে নিয়েও আলাদাভাবে চার্জ দেওয়া যাবে।

2023 Komaki Venice: ব্যাটারি স্পেসিফিকেশন

সাম্প্রতিককালে বিভিন্ন সময় ব্যাটারি চালিত স্কুটারে আগুন লেগে যাওয়ার খবর এসেছে দেশের নানা প্রান্ত থেকে। এই বিষয়টি মাথায় রেখেই Komaki এর দাবি এই নতুন ধরনের ব্যাটারির মধ্যে লোহার ভাগ নিশ্চিত রূপে থাকায় চরমতম আবহাওয়ার মধ্যেও আগুনের থেকে সুরক্ষিত থাকার নিশ্চয়তা রয়েছে। তাই বলা যেতে পারে পূর্বের তুলনায় এই ব্যাটারির অগ্নি প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি।

2023 Komaki Venice: রাইডিং রেঞ্জ ও অন্যান্য বৈশিষ্ট্য

Venice এর আপডেটেড ভার্সনে ব্যবহৃত ব্যাটারি ৫ ঘন্টার কম সময়তেই সম্পূর্ণভাবে চার্জ করা সম্ভব। সাধারণ পোর্টেবল চার্জারের মাধ্যমে মাত্র ৪ ঘন্টা সময়ের মধ্যেই ০-৯০% পর্যন্ত চার্জ করা যাবে বলে দাবি করেছে তারা। ব্যাটারির এই পরিবর্তন ছাড়াও নতুন বৈশিষ্ট্য হিসেবে এই স্কুটারে টিএফটি ডিসপ্লে যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে নেভিগেশন সিস্টেম, সাউন্ড সিস্টেম এবং কল করার সুবিধা পাবেন গ্রাহকরা। এছাড়াও, এই ইলেকট্রিক স্কুটারে এখন থেকে অতিরিক্ত উজ্জ্বল এলইডি লাইট সিস্টেম, ৩০০০ ওয়াটের মোটর হাব, ৫০ অ্যাম্পিয়ারের কন্ট্রোলার, রিভার্স মোড, ইকো, স্পোর্টস ও টার্বো মোড উপলব্ধ হবে।

ডিজাইনের প্রসঙ্গে বলতে গেলে Komaki এর এই বৈদ্যুতিক স্কুটারটি শক্তিশালী স্টিলের ফ্রেমের উপর তৈরি, যা রাইডারকে বাড়তি সুরক্ষা জোগাবে। এর পাশাপাশি স্প্লিট সিট সেটআপ, উভয় দিকের ফুট রেস্ট, উন্নত সাসপেনশন, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সহ ডুয়েল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এতে। উপরন্তু স্কুটারটি ব্যবহার করার সময় চালককে বাড়তি স্বাধীনতা প্রদান করার উদ্দেশ্যে চাবি ছাড়া এটি স্টার্ট দেওয়া এবং অন্যান্য বৈশিষ্ট্য গুলি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা উপলব্ধ থাকছে।

Komaki Venice: ভ্যারিয়েন্ট ও দাম

Komaki Venice স্কুটারটি বেশ কয়েকটি আলাদা ভ্যারিয়েন্টে কিনতে পাওয়া যায়। প্রথমেই রয়েছে Venice Sport Classic, যার এক্স শোরুম মূল্য ১,০৩,৯০০ টাকা। এটি এক চার্জে প্রায় ৭৫ থেকে ১০০ কিমি পাড়ি দিতে সক্ষম। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টা প্রতি ৭০ কিমি। এর থেকে উন্নত সংস্করণ হল Venice Sport। এর রাইডিং রেঞ্জ ২০০ কিমি। টপ স্পিড ৮০ কিমি/ঘণ্টা। এই মডেলটি কিনতে খরচ হবে ১,৪৯,৭৫৭ টাকা (এক্স শোরুম)।

Venice সিরিজের টপ মডেলটির দাম ১,৬৭,৫০০ টাকা (এক্স শোরুম)। এই সংস্করণটির পোশাকি নাম হল Venice Ultra Sport। সম্পূর্ণ চার্জে পরিপুষ্ট অবস্থায় ভেনিস আল্ট্রা স্পোর্ট প্রায় ৩০০ কিমি পর্যন্ত রাস্তা পাড়ি দিতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ ৮০কিমি/ঘণ্টা।