দেখলে চোখ জুরিয়ে যাবে, Royal Enfield এর বাইক মডিফাই করে দেওয়া হল অসাধারণ লুক

বাইক কাস্টমাইজেশনের দুনিয়ায় রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর কদর বরাবর সর্বাধিক। যার মধ্যে এদের ৩৫০ সিসির মডেলগুলি এদেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বেছে নেন। কারণ শক্তি এবং পারফরম্যান্সের দিক থেকে এদের জুড়ি মেলা ভার। এবারে একজোড়া নজরকাড়া ডিজাইনের মডিফায়েড রয়্যাল এনফিল্ডের বাইকের দেখা মিলল। যেগুলি আদতে সংস্থার অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল Hunter 350-এর উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে।

বাইক দুটিকে নতুন দর্শন দিয়েছে ব্যাংককের ‘কে-স্পীড বাইক’ নামক কাস্টমাইজেশন সংস্থা। সংস্থাটি গোটা বাইক কাস্টমাইজেশনের পাশাপাশি এর জন্য প্রয়োজনীয় কাস্টম পার্টস সরবরাহ করে থাকে। মডিফায়েড বাইকগুলির নামকরণ করা হয়েছে – Royal Enfield Hunter Scrambler এবং Hunter Brat।

হান্টার স্ক্র্যাম্বলার বাইকটিতে একটি রাগেড এবং আধিপত্যশীল চারিত্রিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছে। যোগ্য সঙ্গত দিতে দেওয়া হয়েছে ডুয়েল পারপাস টায়ার, কাস্টম মেড ইঞ্জিন কভার, সাইড প্যানেল, এবং একটি নতুন কাস্টম হোয়াইট ব্ল্যাক ডুয়েল টোন কালার স্কিম। আবার বাইকটিতে দেওয়া হয়েছে চারটে ছোট ফুটো সহ একটি চওড়া প্লেটের ইঞ্জিন কাউল। যাতে ইঞ্জিনটি সহজেই ঠান্ডা হওয়ার সুযোগ পায়।

অন্যান্য পরিবর্তনের মধ্যে বাইকটিতে রয়েছে একটি নতুন এগজস্ট সেটআপ, হাই মাউন্টেড ফ্রন্ট ফেন্ডার, ট্যাঙ্ক টপ কভার, বার এন্ড মাইক্রো মিরর, এবং কুইল্টেড প্যাটার্নের কাস্টম সিট। অন্যদিকে Royal Enfield Hunter Brat একাধিক কাস্টম সরঞ্জাম দ্বারা মডিফাই করা হয়েছে। এতে দেওয়া হয়েছে অনন্য চারিত্রিক বৈশিষ্ট্য। ফিচারের মধ্যে উপস্থিত বেলুন টায়ার, ভিন্ন ধরনের হেডলাইট, একটি লো সেট হ্যান্ডেলবার, নতুন স্যাডেল, এবং কারভিং আপসোপ্ট আফ্টারমার্কেট এগজস্ট।

আবার নিচু রাইডিং পজিশন দেওয়ার জন্য সাসপেনশনেও পরিবর্তন ঘটানো হয়েছে। তবে উভয় বাইকের ইঞ্জিনে কোনো পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতই এটি একটি ৩৫০ সিসি মোটরে ছুটবে। যা থেকে সর্বোচ্চ ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে।