বিনামূল্যে পাল্টে দেওয়া হবে স্ক্রিন, ফোন ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা Samsung এর

ভারতীয় Samsung স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি জানিয়েছে, গ্রিন লাইন সমস্যা দেখা দেওয়া কিছু নির্বাচিত মডেলের ডিসপ্লে বিনামূল্যে বদলে দেওয়া হবে। এই স্ক্রিন রিপ্লেসমেন্ট প্রোগ্রামটি প্রথমে ৩০ এপ্রিল, ২০২৪ পর্যন্ত চালু থাকলেও, ব্যবহারকারীদের কথা ভেবে এখন তা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত করা হয়েছে।
এই পোগ্রামের অধীনে শুরুতে Galaxy S21 সিরিজ এবং Galaxy S21 FE মডেল অন্তর্ভুক্ত ছিল। তবে এখন এই লিস্টে গ্যালাক্সি সিরিজের আরও কিছু প্রিমিয়াম মডেলকে যুক্ত করা হয়েছে। এর ফলে যারা দীর্ঘদিন ধরে ফোনের স্ক্রিনে গ্রিন লাইন সমস্যায় ভুগছিলেন, তারা এবার বিনামূল্যে স্ক্রিন বদলাতে পারবেন।
Attention ‼️
— Tarun Vats (@tarunvats33) April 19, 2025
Spoke to Samsung Support — they've extended GREEN LINE FREE SCREEN REPLACEMENT policy till 30th Sept 2025.
S22 Ultra/S21 are eligible, BUT they won’t reveal the full list of supported devices. Come on Samsung, transparency isn’t that hard
REPOST TO HELP pic.twitter.com/knUsyWfH9t
ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট পোগ্রামের সুবিধা পাওয়া যাবে এই ফোনগুলির সাথে
স্যামসাং গ্যালাক্সি S20, গ্যালাক্সি S20+, গ্যালাক্সি S20 আল্ট্রা, গ্যালাক্সি নোট 20, নোট 20 আল্ট্রা, গ্যালাক্সি S21, গ্যালাক্সি S21+, গ্যালাক্সি S21 আল্ট্রা, গ্যালাক্সি S21 FE এবং গ্যালাক্সি S22 আল্ট্রা।
জানিয়ে রাখি, ব্যবহারকারীদের ফোনের ওয়ারেন্টি শেষ হয়ে গেলেও যদি গ্রিন লাইন সমস্যা দেখা দেয়, তাহলে তিন বছরের মধ্যে কেনা ডিভাইসগুলির সাথেও এই সুবিধা পাওয়া যাবে। আর এই প্রোগ্রামে স্ক্রিন পার্টসের জন্য কোনো মূল্য দিতে না হলেও লেবার চার্জ ব্যবহারকারীদের বহন করতে হবে। যেসব ব্যবহারকারী স্ক্রিন বদলাতে চান তারা নিকটবর্তী অথরাইজড স্যামসাং সার্ভিস সেন্টারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন।