Vivo Y27 5G: 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 90hz ডিসপ্লের সঙ্গে নয়া ফোন লঞ্চ করছে ভিভো

ভিভো (Vivo) একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ এটি সম্ভবত Vivo Y27 5G নামে বাজারে পা রাখবে। গত মাসে, গুগল প্লে কনসোল (Google Play Console) ও এনসিসি (NCC) ওয়েবসাইটেও ফোনটির দেখা মিলেছে। যেখান থেকে ডিভাইসটির স্পেসিফিকেশন ও লাইভ ইমেজ প্রকাশ করেছে। লঞ্চের আগে এখন, Y27 5G মডেলকে ইইসি (EEC) সার্টিফিকেশন সাইটেও স্পট করা গেছে।

Vivo Y27 5G এর মডেল নম্বর V2302

V2302 মডেল নম্বর সহ ভিভোর আপকামিং ফোনটি ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC)-এর সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। তবে মডেল নম্বর ছাড়া হ্যান্ডসেটটির সম্পর্কে অতিরিক্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে পূর্ববর্তী কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ভিভো ওয়াই২৭ ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট দ্বারা চালিত হবে।

উল্লেখযোগ্যভাবে, মিডিয়াটেক সম্ভবত ডাইমেনসিটি ৭০০-কে ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর হিসাবে রিব্র্যান্ড করবে। এছাড়া, ভিভো ওয়াই২৭ ৫জি অ্যান্ড্রয়েড ১৩ ওএস ভিত্তিক ফানটাচওএস ১৩ (FunTouchOS 13) ইউজার ইন্টারফেসে রান করবে বলে জানা গেছে। গুগল প্লে কনসোল (Google Play Console) লিস্টিং অনুযায়ী, চিপসেটের সাথে ৬ জিবি র‍্যাম যুক্ত থাকবে এবং এই ফোনের ডিসপ্লেটি ফুলএইচডি+ রেজোলিউশন ও ৪৪০ পিপিআই স্ক্রিন ডেনসিটি অফার করবে।

এছাড়াও শোনা যাচ্ছে যে, Vivo Y27 মডেলটি সম্ভবত Y36 5G-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে বাজারে আসবে। যদি এটি সত্য হয়, তাহলে আশা করা যায় Y27-এ ৬.৪৪ ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফটোগ্রাফির জন্য, এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।