Nokia C300 ও Nokia C110 কম দামে বাজার মাতাতে আসছে, কি কি ফিচার থাকবে দেখে নিন

নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে Nokia C300 ও Nokia C110 মডেলের সোর্স কোড খুঁজে পাওয়া গেছে

Nokia Mobile শীঘ্রই তিন তিনটি ফোন বাজারে আনতে চলেছে, এগুলি হল Nokia G310 5G, Nokia C300 ও Nokia C110। ফোনগুলি শুরুতে আমেরিকায় লঞ্চ হতে পারে। কয়েকদিন আগে Nokia C300 মডেলকে ওয়ালমার্টের একটি ভেরিফায়েড সেলার প্রোডাক্ট পেজে লিস্টিং করেছিল। সেখানে ডিভাইসটির দাম রাখা হয় ১৩৯.৯৮ ডলার, যা প্রায় ১১৫৮০ টাকার সমান। যদিও কিছুক্ষণ পরেই লিস্টিংটি ডিলিট করে দেওয়া হয়।

তবে এখন মনে হচ্ছে সেলারের তথ্য একদম সঠিক ছিল এবং ফোনটি দ্রুত বাজারে আসতে চলেছে। আসলে এবার নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে Nokia C300 ও Nokia C110 মডেলের সোর্স কোড খুঁজে পাওয়া গেছে। ‘ওপেন সোর্স’ নামক ওয়েবপেজে এদের সোর্স কোডগুলি দেখা যাচ্ছে। ফলে অনুমান করা শক্ত নয় যে, Nokia C300 ও Nokia C110 লঞ্চ হওয়া এখন সময়ের অপেক্ষা।

উল্লেখ্য, নোকিয়া সি৩০০ স্মার্টফোনকে কিছুদিন আগে গিকবেঞ্চে খুঁজে পাওয়া গিয়েছিল। এই বেঞ্চমার্ক সাইট থেকে জানা গেছে যে, ডিভাইসটি ৩ জিবি র‍্যাম অফার করবে এবং পুরোনো অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে। আর এতে স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেটটি ব্যবহার করা হবে। সাথে গ্রাফিক্সের জন্য দেওয়া হবে অ্যাড্রেনো ৬১০ জিপিইউ।

অন্যদিকে, নোকিয়া সি১১০ সম্পর্কে এখনও কোনো তথ্য সামনে আসেনি। তবে আশা করা যায় নোকিয়া সি৩০০ ও‌ নোকিয়া সি১১০ এন্ট্রি লেভেল স্মার্টফোন হবে। এদের দাম ১০ হাজার টাকার কাছাকাছি রাখা হবে। এখন দেখার নোকিয়া অফিসিয়ালি কবে এদের লঞ্চের তারিখ ঘোষণা করে।