বড় স্ক্রিনের ট্যাবলেট খুঁজছেন? সস্তায় আসছে Lenovo Tab M8 (3rd Gen)

প্রায় দেড় বছর আগে Lenovo তাদের Tab M7, এবং M8 এর শেষ ভার্সন লঞ্চ করেছিল। তবে শীঘ্রই এই চীনা টেক কোম্পানিটি এদের নতুন ভার্সন আনছে। সম্প্রতি লেনোভো ট্যাব এম৭ ২০২১ কে TB-7306F মডেল নম্বর সহ বেঞ্চমার্ক সাইট গিকবেঞ্চে (Geekbench) দেখা গিয়েছিল। এবার লেনোভো ট্যাব এম৮ (তৃতীয় প্রজন্ম) কে গুগল প্লে কনসোলে (Google Play Console) অন্তর্ভুক্ত করা হল।

গো অ্যান্ড্রয়েডের রিপোর্ট অনুযায়ী, Lenovo Tab M8 (3rd Gen) কে TB-8506F মডেল নম্বর সহ গুগল প্লে কনসোলে স্পট করা হয়েছে। এখান থেকে জানা গেছে, ট্যাবটি মিডিয়াটেক MT8768A প্রসেসর সহ আসবে। এই প্রসেসর কে আমরা মিডিয়াটেক হেলিও পি২২টি নামে জানি।  Lenovo Tab M10 HD ট্যাবে একই প্রসেসর ব্যবহার করা হয়েছিল।

এছাড়াও জানা গেছে লেনোভো ট্যাব এম৮ (তৃতীয় প্রজন্ম) এইচডি ডিসপ্লের সাথে আসবে। এর রেজোলিউশন ৮০০ × ১২৮০ পিক্সেল। এতে ৮ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। আবার ট্যাবটি ৩ জিবি ও ৪ জিবি র‌্যাম সহ লঞ্চ হতে পারে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে থাকবে অ্যান্ড্রয়েড ১১।

জানিয়ে রাখি সম্প্রতি IDC (ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন) এর একটি রিপোর্টে জানানো হয়েছে, Lenovo, ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ভারতীয় বাজারে ট্যাবলেট বিক্রিতে সবার শীর্ষে উঠে এসেছে। সংস্থাটি ২০১৯ সালের তুলনায় ৬.৬% বেশি ট্যাবলেট বিক্রি করেছে বলে জানা গেছে। এছাড়া গত বছরে তারা মোট ব্যবসায় ১৫৩% YOY (ইয়ার-টু-ইয়ার) প্রবৃদ্ধির মুখ দেখেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন