অফারের সাথে আজ Redmi Note 10 Pro Max কেনার দারুন সুযোগ, আছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা

আজ প্রথমবার ভারতে ফ্ল্যাশ সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে রেডমি নোট ১০ প্রো ম্যাক্স (Redmi Note 10 Pro Max First Sale)। দুপুর ১২ টা থেকে অনলাইন (Amazon, mi.com) ও অফলাইন স্টোরের মাধ্যমে ফোনটি কেনা যাবে। সেল উপলক্ষ্যে ফোনটির ওপর আকর্ষণীয় ব্যাংক অফার পাওয়া যাবে। জানিয়ে রাখি এই মাসের শুরুতেই Redmi Note 10 Pro Max ভারতে লঞ্চ হয়েছিল। এটি হল রেডমির প্রথমে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন। এছাড়াও এই ফোনে আছে পাওয়ারফুল ব্যাটারি, ফাস্ট প্রসেসর ও সুপার অ্যামোলেড ডিসপ্লে।

Redmi Note 10 Pro Max এর দাম ও অফার

রেডমি নোট ১০ প্রো ম্যাক্স তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে পাওয়া যাবে। যেগুলি হল ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম ও ১২৮ স্টোরেজ। এই তিনটি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৮,৯৯৯ টাকা, ১৯,৯৯৯ টাকা ও ২১,৯৯৯ টাকা। ফোনটি ডার্ক নাইট, গ্লাসিয়াল ব্লু ও ভিনটেজ ব্রোঞ্জ কালারে পাওয়া যাবে।

লঞ্চ অফারের কথা বললে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা Redmi Note 10 Pro Max এর ওপর ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। ইএমআই ট্রানজাকশনেও এই সুবিধা মিলবে। আবার MobiKwik এর মাধ্যমে পেমেন্ট করলে ৬০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। শুধু তাই নয় Jio গ্রাহকদের ৩৪৯ টাকা রিচার্জে ১০,০০০ টাকা পর্যন্ত বেনিফিট দেওয়া হবে।

Redmi Note 10 Pro Max এর স্পেসিফিকেশন

রেডমি নোট ১০ প্রো ম্যাক্স অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ কাস্টম স্কিনে চলবে। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর। সাথে আছে এড্রেনো ৬১৮ জিপিইউ। আবার ফোনটি ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে সহ এসেছে। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এই ডিসপ্লের প্রোটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ আছে। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক।

আবার Redmi Note 10 Pro Max ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০২০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এই ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। আবার পিছনে কোয়াড ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেল Samsung ISOCELL HM2 সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেল টেলিম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন