Hyundai Creta-কে চ্যালেঞ্জ ছুঁড়তে আসছে নতুন Citroen C3 Aircross

২০১৭ সালে প্রথম লঞ্চ হওয়ার পর তার চার বছর অতিক্রান্ত হলে নতুন আপগ্রেড পেয়েছে Citroen C3 Aircross। বিক্রির নিরিখে বিশ্বের পঞ্চম বৃহত্তম গাড়ি নির্মাতা Stellantis…

২০১৭ সালে প্রথম লঞ্চ হওয়ার পর তার চার বছর অতিক্রান্ত হলে নতুন আপগ্রেড পেয়েছে Citroen C3 Aircross। বিক্রির নিরিখে বিশ্বের পঞ্চম বৃহত্তম গাড়ি নির্মাতা Stellantis এর শাখা Citroen এবার নতুন প্রজন্মের C3 Aircross এসইউভির উপরে কাজ শুরু করেছে বলে বিভিন্ন রিপোর্ট মারফত খবর সামনে এসেছে। নিউ জেন Citroen C3 Aircross আকারে হবে বড়, দৈর্ঘ্য প্রায় ৪.৩ মিটারের কাছাকাছি থাকবে। যা যাত্রী এবং তাদের লাগেজের জন্য আরও বেশি জায়গা তৈরি করতে সহায়তা করবে।

সম্পূর্ণ নতুন Citroen C3 Aircross মডেলটি আরও পরিপক্ক বাহ্যিক নকশা সহ আসতে চলেছে। তবে এই মডেলটি সামনের অংশে প্লাস্টিকের ক্ল্যাডিংও পেতে পারে, যা এর ডিজাইনে রাগেড স্টাইলিং আনবে। এয়ার ড্যাম এবং ফগ লাইট বেজেলের উপর অ্যালুমিনিয়াম স্টাইলের স্কিড প্লেটও দেখা যাবে নয়া মডেলটিতে। এছাড়া, নতুন C5 Aircross এর মতো হেডল্যাম্প সেটআপটি ইলুমিনেটেড গ্রিলের সাথে মিশে থাকার সম্ভাবনা আছে।

নতুন C5 এর মতই, সম্পূর্ণ Citroen C3 Aircross আরও পেশীবহুল হতে চলেছে। রেন্ডার দেখে অনুমান, এতে ব্ল্যাক-প্রিন্টেড পিলার্স এবং বড় গ্লাস এরিয়ার সাথে ফ্লোটিং রুফ ডিজাইন থাকবে। গাড়িটিতে ডুয়াল-টোন অ্যালয় হুইলস, রুফ রেইলস এবং শরীর জুড়ে মোটা প্লাস্টিকের ক্লাডিং লক্ষ্য করা যাবে। সম্পূর্ণ নতুন Citroen C3 Aircross-এর কেবিনের সঙ্গে নতুন C4 X crossover এবং ফেসলিফ্টেড C5 Aircross -এর অন্দরমহলের সাদৃশ্য চোখে পড়বে।

গাড়িটি নতুন টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ছোট ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং একটি অপশনাল এইচইউডি বা হেড-আপ ডিসপ্লে সহ নানা বৈশিষ্ট্যের সাথে আসবে। নেক্সট-জেনারেশন Citroen C3 Aircross একটি ১.২-লিটার PureTech পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত হবে। এর সাথে মাইল্ড হাইব্রিড সিস্টেম যুক্ত থাকবে বলেই আশা করা হচ্ছে। যা বেশি মাইলেজ অফার করবে এবং কম কার্বন-ডাই-অক্সাইড নির্গমনে সাহায্য করবে।