4K স্মার্টটিভি মাত্র ৩৪,০০০ টাকায়, Amazon Prime Day সেলে টেলিভিশন কিনুন অবিশ্বাস্য দামে

অতিমারী করোনার দাপটে ঘরবন্দি আমরা প্রত্যেকে। যে কারণে অফুরন্ত সময় অতিবাহিত করতে আমরা নিজেদের স্মার্টফোন, কম্পিউটার বা টিভির ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। কখনও প্রিয় সিরিজ…

অতিমারী করোনার দাপটে ঘরবন্দি আমরা প্রত্যেকে। যে কারণে অফুরন্ত সময় অতিবাহিত করতে আমরা নিজেদের স্মার্টফোন, কম্পিউটার বা টিভির ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। কখনও প্রিয় সিরিজ তো কখনও সিনেমা বা খেলাধুলাতে বুঁদ হয়েই কাটাতে হচ্ছে সময়। ইউরো আর কোপার আসক্তি কাটতে না কাটতেই এই মুহূর্তে আবার অলিম্পিক এবং ক্রিকেটের মরশুম শুরু হয়ে গেছে। মনোরঞ্জক ইভেন্টগুলিই সবসময় ফোন বা কম্পিউটারের স্ক্রিনে দেখে উপভোগ করা সম্ভব হয় না। তাছাড়া নিজের পরিবার কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে হুলোড় করে খেলা দেখার জন্য টিভির বিকল্প নেই। আর যে সে টিভির সামনে বসলেই তো আর ভরপুর আনন্দ পাওয়া যায় না। তাছাড়া এখন 4K টিভির যুগ। তার জন্য প্রয়োজন স্মার্টটিভি (SmartTV), আর সঙ্গে যদি ক্যামেরা থাকে তবে তো পোয়া বারো।

এত এত স্পেসিফিকেশনের টিভি শুনেই প্রচুর দাম হবে ভেবে ভয় পাওয়ার কিছু নেই। কারণ, আজ মধ্যরাত থেকেই শুরু হয়ে যাবে ‘অ্যামাজন প্রাইম ডে’ (Amazon Prime Day) সেল। আর এই সেলে নামী দামী কোম্পানির বিভিন্ন প্রিমিয়াম স্মার্টটিভির ওপর পাওয়া যাবে বিপুল ছাড়। এমনকি কিছু কিছু 4K স্মার্টটিভির দামের ওপর ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। আপনারা যারা স্মার্টটিভি কেনার কথা ভাবছেন তারা এই সেলের ফায়দা নিতে পারেন। আসুন Amazon Prime Day সেলে কোন কোন স্মার্টটিভি কত দামে পাওয়া যাবে জেনে নিই…

Vu Premium 4K Ultra HD Smart LED TV (৪৩ ইঞ্চি)

এটি মূলত একটি অ্যান্ড্রয়েড টিভি এবং এটিতে ব্যবহার করা হয়েছে ৬৪-বিট কোয়াড-কোর প্রসেসর। টিভিটিতে আছে ৪৩ ইঞ্চির 4K এলইডি স্ক্রিন। এছাড়া, আছে ডলবি ভিশন সাপোর্ট এবং টিভিটি এইচডিআর ১০ সার্টিফিকেট প্রাপ্ত। টিভিটিতে রয়েছে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। সাউন্ড সিস্টেমের জন্য পাওয়া যাবে ৪০ ওয়াটের সাউন্ডবার। Vu Premium 4K Ultra HD Smart LED TV- র দাম অ্যামাজন প্রাইম ডে সেলে ৩৩,৯৯০ টাকা রাখা হয়েছে। সাধারণত টিভিটি ৩৬,৯৯৯ টাকায় বিক্রি হয়।

Onida Full HD Smart IPS LED Fire TV (৪২ ইঞ্চি)

সেলে এই ওনিডা টিভিটি ২৬,৯৯৯ টাকায় কেনা যাবে। ৪২ ইঞ্চির টিভিটির ডিসপ্লেটি 4K আট্রা এইচডি রেজোলিউশন বিশিষ্ট না হলেও টিভিটিতে বিভিন্ন স্মার্ট ফিচার যেমন ডিসপ্লে মিররিং, অ্যালেক্সা ভয়েস রিমোট ইত্যাদি রয়েছে। যেহেতু এটি একটি ফায়ার টিভি, সেহেতু এটি অ্যামাজন ফায়ার টিভি অপারেটিং সিস্টেমের সাথে এসেছে।

Mi 4K Ultra HD Android Smart LED TV 4X (৪৩ ইঞ্চি)

খুব কম কোম্পানিই আছে যারা শাওমির মতো কম দামে এত উন্নত মানের হার্ডওয়্যার স্পেসিফিকেশন দেয় অর্থাৎ যাকে বলা যায় ভ্যালু ফর মানি প্রোডাক্ট। এই টিভিটিতে রয়েছে ৪৩ ইঞ্চির 4K আল্ট্রা এইচডি স্মার্ট এলইডি ডিসপ্লে। এটি একটি অ্যান্ড্রয়েড টিভি এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটিতে ব্যবহার করা হয়েছে কোম্পানির নিজস্ব প্যাচওয়াল ইন্টারফেস যেটি আবার ১০-বিট প্যানেল বা ১.০৭ বিলিয়ন রঙ বিশিষ্ট। এই টিভিটি সেলে ২৯,৯৯৯ টাকায় বিক্রি হবে।

TCL Full HD Certified Android Smart LED TV (৪০ ইঞ্চি)

এই টিভিটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল-কোর মালি ৪৭০ গ্রাফিক্স প্রসেসর। এছাড়া, টিভিটি একটি ৮-বিট ডিসপ্লের সাথে এসেছে যেটিতে ১৬.৭ মিলিয়ন রঙ সাপোর্ট করে। পাশাপাশি, এটিতে আছে মাইক্রো ডিমিং সাপোর্ট এবং 2K এইচডিআর ১০ ডিসপ্লে।

উল্লেখ্য, টিভিটিতে ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল পাওয়া যাবে। এছাড়া, আছে ২০ ওয়াটের ডলবি অডিও সাপোর্ট। এটি বিল্ড-ইন ক্রোমকাস্টের সুবিধা থাকায় দু’টি এইচডিএমএল পোর্ট পাওয়া যায়, যার মাধ্যমে সেট টপ বক্স বা অন্যান্য ইনপুট সোর্সের সাথে সংযুক্ত করা যায় এবং টিভিটি অ্যান্ড্রয়েড টিভি পাই অপারেটিং সিস্টেমে চলে। TCL Full HD Certified Android Smart LED TV অ্যামাজন প্রাইম ডে সেলে ২৫,৮৯০ টাকায় পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন