AC buy: শীতে অতিসস্তায় কিনুন এয়ার কন্ডিশনার, Amazon Sale দিচ্ছে সুবর্ণ সুযোগ

দিন দিন সারা পৃথিবীতে গরম বাড়ছে। এই কারণে AC অর্থাৎ এয়ার কন্ডিশনার এর চাহিদা উর্ধ্বমুখি। আর শীতকালে AC কিনলে কিছুটা অর্থ বাঁচানো সম্ভব। শুধু তাই নয়, এই মুহূর্তে চলছে Amazon Great Indian Republic Day Sale। এখানে বিভিন্ন স্প্লিট AC-এর সাথে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। চলুন সেলের সেরা কয়েকটি ডিল দেখে নেওয়া যাক।

১) ডাইকিন ১.৫ টন ৩ স্টার ইনভার্টার স্প্লিট এসি (Daikin 1.5 Ton 3 Star Inverter Split AC) –

এই সেলে ৩৭ শতাংশ ছাড়ের পরে এসিটি ৩৬, ৯৯০ টাকায় তালিকাভুক্ত রয়েছে। এই ডাইকিন স্প্লিট এসিতে পিএম ২.৫ ফিল্টার, ট্রিপল ডিসপ্লে এবং ডিউ ক্লিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

২) ক্যারিয়ার ১.৫ টন ৩ স্টার AI ফ্লেক্সিকুল ইনভার্টার স্প্লিট এসি (Carrier 1.5 Ton 3 Star AI Flexicool Inverter Split AC) –

৫১ শতাংশ ছাড়ের পরে ক্যারিয়ারের এই এসিটি অ্যামাজনে ৩২,৯৯০ টাকায় পাওয়া যাবে। ক্যারিয়ারের এই ডিভাইসটিতে আছে ৪-ইন-১ কনভার্টারটেবল কুলিং ফিচার, একটি হাই ডেনসিটির ফিল্টার এবং অটো ক্লিনজার।

৩) গোদরেজ ১.৫ টন ৩ স্টার এসি (Godrej 1.5 Ton 3 Star AC) –

রিপাবলিক ডে সেলে গোদরেজের এসিটি ৩২ শতাংশ ছাড় সহ মাত্র ৩০,৯৯০ টাকায় কেনা যাবে। গোদরেজের এই স্প্লিট এসিটি ৫-ইন-১ কনভার্টেবল কুলিং প্রদান করে। সংস্থার দাবি এই এসিটি ৫২° সেলসিয়াসে হাই ডিউটি কুলিং অফার করে।

৪) এলজি ১.৫ টন ৩ স্টার এসি (LG 1.5 Ton 3 Star AC) –

এলজি কোম্পানির এই এয়ার কন্ডিশনারটি ৫০ শতাংশ ছাড়ের পরে অ্যামাজন সেলে ৩৯,৯৯০ টাকায় পাওয়া যাবে। এলজির এই স্প্লিট এসি হট এবং কোল্ড ডুয়াল কুলিং মোড অফার করে। এছাড়াও, এতে ৪-ওয়ে সুইং ফিচার এবং একটি এইচডি ফিল্টার বিদ্যমান, যা অ্যান্টি ভাইরাস সুরক্ষা প্রদান করে।

৫) লয়েড ১.৫ টন ৫ স্টার ইনভার্টার স্প্লিট এসি (Lloyd 1.5 Ton 5 Star Inverter Split AC) –

লয়েডের এই এসিটি ৪১ শতাংশ ছাড়ের পর ৩৯,৯৯০ টাকায় অ্যামাজনে উপলব্ধ।

আর লয়েডের এই স্প্লিট এসিটি ৫-ইন-১ কনভার্টেবল কুলিং সিস্টেম এবং অ্যান্টি-ভাইরাল + পিএম ২.৫ ফিল্টার সহ লঞ্চ করা হয়েছে।

৬) প্যানাসনিক ১.৫ টন ৫ স্টার ওয়াই-ফাই ইনভার্টার স্মার্ট স্প্লিট এসি (Panasonic 1.5 Ton 5 Star Wi-Fi Inverter Smart Split AC) –

অ্যামাজন রিপাবলিক ডে সেলে প্যানাসনিকের এই এসিটি ৩২ শতাংশ ছাড় সহ ৪২,৯৯০ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। আর এতে একটি কপার কনডেন্সার, ৭-ইন-১ কনভারটেবল AI মোড, সর্বাধিক কার্যকারিতার জন্য ৪-ওয়ে সুইং এবং পিএম ০.১ এয়ার পিউরিফিকেশন ফিল্টার ব্যবহার করা হয়েছে।

৭) ভোল্টাস ১.৫ টন ৩ স্টার এসি (Voltas 1.5 Ton 3 Star AC) –

অ্যামাজন সেল চলাকালীন ভোল্টাসের এই এসিতে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে, যার পর এর দাম হবে ৩২,৪৭১ টাকা। এই ভোল্টাস ইনভার্টার স্প্লিট এসিতে আছে ৪-ইন-১ অ্যাডজাস্টেবল মোড এবং একটি অ্যান্টি-ডাস্ট ফিল্টার।