Apple Car: টেসলার পথেই অ্যাপল, চালকহীন গাড়ি আনতে দক্ষিণ কোরিয়ান সংস্থার হাত ধরল

আইফোন (iPhone)-এর মাধ্যমে স্মার্টফোনের জগতে এক আমূল পরিবর্তন এনেছিলেন স্টিভ জোবস (Steve Jobs)। একইভাবে আইকার (iCar, আনঅফিসিয়াল নাম)-এর মাধ্যমে গাড়ির জগতে আলোড়ন ফেলার লক্ষ্যে এগোচ্ছে তাঁর সংস্থা অ্যাপল (Apple)। সংশ্লিষ্ট মহলের দাবি, আর বছর তিন-চারের মধ্যে আত্মপ্রকাশ ঘটবে টেক জায়ান্টটির সেই অত্যাধুনিক গাড়ির। জ্বালানি তেলে নয়, ভবিষ্যতকে দূষণমুক্ত রাখতে তা চলবে বিদ্যুতে। পাশাপাশি, এতে ট্রুলি অটোনমাস (truly autonomus) ড্রাইভিং প্রযুক্তি বা সত্যিকারের স্বয়ংক্রিয় সঞ্চালন ব্যবস্থাও থাকবে।

জল্পনা সত্যি হলে সিটবেল্ট বেঁধে বসে পড়তেই আপনাআপনি চলতে শুরু করবে অ্যাপল কার (Apple Car)। স্টিয়ারিংয়ে হাত রাখার প্রয়োজন পড়বে না। গাড়ি রাস্তার পারিপর্শ্বিক পরিস্থিতি বুঝে দক্ষ চালকের মতো যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেবে। এ কাজে তাকে সহায়তা করবে অটোপাইলট সিস্টেম। আর এই সেল্ফ ড্রাইভিং প্রযুক্তির জন্য দক্ষিণ কোরিয়ার এক সংস্থার সঙ্গে গাটছড়া বেঁধেছে অ্যাপল।

সে দেশের এক সংবাদসংস্থা খবরটি সামনে এনেছে। তাতে দাবি করা হয়েছে, অ্যাপল তাদের চালকবিহীন গাড়ির প্রযুক্তির জন্য একটি আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এন্ড টেস্ট (ওএসএটি) বা OSAT-এর হাত ধরেছে। নাম শুনেই বোধগম্য এই ধরনের প্রতিষ্ঠান গ্রাহকদের হাতে ওঠার আগে নামী সংস্থাদের প্রসেসর অ্যাসেম্বেল, প্যাকেজিং, এবং ইন্টিগ্রেটেড সার্কিটের পরীক্ষার মতো পরিষেবা সরবরাহ করে থাকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যাপল নাকি গত বছর থেকেই সংস্থাটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের আপকামিং গাড়ির অটোপাইলট বৈশিষ্ট্যকে কার্যকরী করার জন্য জরুরি চিপ মডিউল বিকাশের কাজ সম্পন্ন করেছে৷ পুরো প্রকল্পটি অ্যাপলের দক্ষিণ কোরিয়ার অফিস থেকে গোপনে চালনা করা হয়েছে। আগামী বছর পর্যন্ত সংস্থাটির সঙ্গে তাদের চুক্তি রয়েছে।

প্রসঙ্গত, এর আগে ধনকুবের ইলন মাস্ক (Elon Mask)-এর সংস্থা টেসলা (Tesla)-ও তাদের স্মার্ট গাড়ির অটোপাইলট চিপের জন্য স্যামসাং (Samsung)-এর সাহায্য নিয়ে অ্যাসেম্বেল করার বরাত দক্ষিণ কোরিয়ার একটি সংস্থাকে দিয়েছিল।

এদিকে অ্যাপলের এই উদ্যোগের সাথে আমেরিকা ও থাইল্যান্ডে ফক্সকন (Foxconn)-এর বৈদ্যুতিক গাড়ির কারখানা গড়ার যোগসূত্র খুঁজে পাচ্ছেন অনেকেই। কারণ, সরবরাহের বরাত নিয়ে দীর্ঘদিন ধরে আইফোন তৈরি করে তারা। সে ক্ষেত্রে ফক্সকনের ওই কারখানায় অ্যাপল কার তৈরির সম্ভাবনা উজ্জ্বল।

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

11 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago