Apple iPhone 13 সিরিজ নিয়ে নতুন তথ্য ফাঁস, বড় ব্যাটারি সহ থাকবে এই বিশেষ ফিচার

দীর্ঘদিন ধরেই Apple (অ্যাপল)-এর পরবর্তী iPhone 13 (আইফোন ১৩) সিরিজ নিয়ে বাজারে চর্চা চলছে। নির্মাতা সংস্থা ফোনগুলির বিশেষত্ব বা লঞ্চের দিনক্ষণ সম্পর্কে কিছু না বললেও,…

দীর্ঘদিন ধরেই Apple (অ্যাপল)-এর পরবর্তী iPhone 13 (আইফোন ১৩) সিরিজ নিয়ে বাজারে চর্চা চলছে। নির্মাতা সংস্থা ফোনগুলির বিশেষত্ব বা লঞ্চের দিনক্ষণ সম্পর্কে কিছু না বললেও, ইতিমধ্যেই নতুন আইফোন সিরিজ সম্পর্কে একাধিক রিপোর্ট ফাঁস হয়েছে। এমনকি সব ঠিকঠাক থাকলে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরেই iPhone 13 সিরিজের হ্যান্ডসেটগুলি মুক্তি পাবে বলে আশা রয়েছে। সেক্ষেত্রে এই সমস্ত জল্পনার আঁচকে উস্কে দিয়েছে আসন্ন আইফোন সিরিজের ব্যাটারি সম্পর্কিত একটি রিপোর্ট। হালফিল সময়ে সামনে আসা এই প্রতিবেদনে ফোনগুলির বেশ কিছু বৈশিষ্ট্য ফাঁস করা হয়েছে। জানা গিয়েছে যে আইফোন ১৩ সিরিজে স্পেস সেভিং ডিজাইন থাকায়, এগুলি পূর্বসূরী ডিভাইসগুলির তুলনায় বড় ব্যাটারি বহন করবে।

iPhone 13 সিরিজের ব্যাপারে কী জানা গিয়েছে?

ট্রেন্ডফোর্স অ্যানালিস্টের প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৩ সিরিজ আইফোন ১২ সিরিজের চেয়ে বড় ব্যাটারি সহ আসবে। এছাড়া আসন্ন ফোনগুলি খুব শক্তিশালী ৫জি কভারেজ দিতে পারে। তাছাড়া মার্কিনি টেক জায়ান্ট অ্যাপল, আইফোন ১৩ সিরিজ ‘mmWave 5G’ (এমএমওয়েভ ৫জি) কভারেজের সাথে চালু করতে পারে বলেও আশা করা হচ্ছে।

যারা জানেন না তাদের বলে রাখি, এই এমএমওয়েভ ৫জি হল একটি বিশেষ প্রযুক্তি যার মূল লক্ষ্য তারবিহীনভাবে (ওয়্যারলেস) ৫জি নেটওয়ার্কের সুবিধা প্রদান করা। সেক্ষেত্রে এই বিশেষ প্রযুক্তি ডিভাইসে বিদ্যমান থাকায় আইফোন ১৩-এর ক্রেতারা উন্নততর ৫জি সংযোগ উপভোগ করতে পারেন। তবে যেহেতু এটি একটি ব্যয়বহুল প্রযুক্তি, তাই এর জন্য ফোনের দাম তুলনায় বেশি হতে পারে।

উল্লেখ্য, এই প্রযুক্তি বর্তমানে আমেরিকায় উপলব্ধ; অ্যাপল, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ইতিমধ্যেই এই এমএমওয়েভ প্রযুক্তি সহ iPhone 12 সিরিজের ফোনগুলি বিক্রি করছে। তবে এখন ভারত সহ অন্যান্য দেশে আসন্ন ডিভাইসগুলির এই প্রযুক্তির সাথে চালু হতে পারে। সুতরাং, সব মিলিয়ে নতুন iPhone 13 লাইনআপ বেশ আকর্ষণীয় হবে বলেই অনুমান করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন